Parliament Winter Session

আগামী মাসেই সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, কবে থেকে? দিন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর আশা, আসন্ন শীতকালীন অধিবেশন হবে গঠনমূলক। তা গণতন্ত্রকেই আরও মজবুত করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

ডিসেম্বরে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সংসদে শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সংসদী বিষয়ক মন্ত্রী সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানান, সরকারের যে তারিখ প্রস্তাব করেছিল, তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর আশা, আসন্ন শীতকালীন অধিবেশন হবে গঠনমূলক। আদতে তা গণতন্ত্রকেই আরও মজবুত করবে।

২১ জুলাই সংসদে শুরু হয়েছিল বাদল অধিবেশন। প্রায় এক মাস ধরে চলা সেই অধিবেশনে লোকসভায় পাশ হয় ১২টি বিল। রাজ্যসভায় পাশ হয় ১৫টি বিল। বিরোধীদের হট্টগোলে বেশ কয়েক বার ব্যাহত হয় অধিবেশন। বাদল অধিবেশনেই মোদী সরকার অনলাইন গেমিং বিল, ২০২৫ পাশ করিয়েছে। আয়কর বিল ২০২৫, কর আইন (সংশোধনী) বিল ২০২৫, জাতীয় ক্রীড় প্রশাসন বিল ২০২৫-সহ একাধিক বিল পেশ বা পাশ করিয়েছে। ওই অধিবেশনে এই বিলগুলিকে কেন্দ্র বিতর্কও হয়েছে ঢের।

Advertisement


সিঁদুর অভিযান এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে উত্তাল হয়েছে সংসদ। কাজের সময়ের মধ্যে দুই কক্ষে মোট ৮৪ ঘণ্টা মুলতুবি ছিল অধিবেশন, অষ্টাদশ লোকসভায় যা সর্বাধিক। রিজিজু বাদল অধিবেশনকে সরকারের জন্য ‘ফলপ্রসূ এবং সফল’ বলে বর্ণনা করেন। এ-ও জানান, বিরোধীদের কাছে ওই অধিবেশন ছিল ‘অসফল এবং ক্ষতিকারক’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement