India Pakistan Conflict

আশা করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান আপনারা বুঝবেন: ব্রিটিশ বিদেশসচিবকে জয়শঙ্কর

দু’দিনের সফরে ভারতে এসেছেন ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামি। শনিবার ল্যামির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছেন জয়শঙ্কর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৫:০০
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলে ভারত। ভারতের বন্ধুরাষ্ট্রগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের এই অবস্থান বুঝবে বলে আশাবাদী নয়াদিল্লি। শনিবার ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পহেলগাঁও কাণ্ডের নিন্দা জানানোর জন্যও ব্রিটেন সরকারকে ধন্যবাদ জানান জয়শঙ্কর।

Advertisement

দু’দিনের সফরে শনিবারই ভারতে এসেছেন ব্রিটেনের বিদেশসচিব। ভারত এবং ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন কৌশলগত দিক পর্যালোচনার জন্যই তাঁর এই সফর। শনিবার ল্যামির সঙ্গে বৈঠকের একটি অংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। ল্যামির সঙ্গে ওই আলোচনায় জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলি। আশা করি, আমাদের বন্ধুরা এটি বুঝবে।” সন্ত্রাসের চক্রীদের সঙ্গে যে সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষদের সমান ভাবে দেখা হবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। পহেলগাঁওয়ের জঙ্গিহানায় পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে ভারতের পাশে থাকলেও অন্য দেশগুলি প্রকাশ্যে সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলেনি। এই অবস্থায় ব্রিটেনের বিদেশসচিবের সঙ্গে বৈঠকে জয়শঙ্করের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত কিছু জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। তবে পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে ওই সময় হামলা করা হয়নি। এর পরেও ভারতের উপর হামলা করে পাকিস্তানি সেনা। জবাব দেয় ভারতও। চার দিন ধরে সামরিক সংঘর্ষের পরে দু’দেশই সংঘর্ষবিরতিতে সম্মত হয়। সংঘর্ষবিরতি হলেও ভারতের সঙ্গে পাকিস্তানের চাপানউতর রয়েই গিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের অভিযোগ নিয়ে বার বার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভারত। সম্প্রতি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদলও বিদেশে গিয়ে এই প্রসঙ্গে মন্তব্য করেছে। এমন এক পরিস্থিতিতে শনিবার ব্রিটেনের বিদেশসচিবের সঙ্গে বৈঠকে আবারও ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement