পর্রীকরের আশা

দেশের সামরিক ক্ষমতা বাড়াতে আগামী ছ’মাসে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকার চুক্তি করতে পারে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর আজ মুম্বইয়ে এই আশা প্রকাশ করেন।

Advertisement
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৩:০৬
Share:

দেশের সামরিক ক্ষমতা বাড়াতে আগামী ছ’মাসে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকার চুক্তি করতে পারে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর আজ মুম্বইয়ে এই আশা প্রকাশ করেন। গত ২৩ মাসে ২.২ লক্ষ কোটি টাকার বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। গোয়া শিপইয়ার্ডে মাইন বিধ্বংসী ভেসেল তৈরির বরাত চূড়ান্ত হলে সে অঙ্কটা হবে ৩২ হাজার কোটি টাকা। চলতি আর্থিক বছরে ৫০-৬০ হাজার কোটি টাকার বরাত দিলে, পর্রীকর জমানার প্রতিরক্ষা চুক্তির অঙ্ক ৩ লক্ষ কোটিতে পৌঁছবে। পর্রীকর জানান, ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানে সাড়া মিলেছে। প্রতিরক্ষা রপ্তানি দু’বছরে ছ’গুণ বেড়ে হয়েছে ৫০০ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement