Gangraped in Meerut

সেই উত্তরপ্রদেশ! এ বার মেরঠে চলন্ত গাড়িতে কিশোরীকে গণধর্ষণ, ছুড়ে ফেলা হল বন্ধুকে, গুরুতর জখম হয়ে মৃত্যু, ধৃত তিন

পুলিশ জানিয়েছে, মাঝপথেই গাড়িতে কিশোরী এবং তাঁর বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় তিন যুবকের। অভিযোগ, তার পরই চলন্ত গাড়ি থেকে কিশোরীর বন্ধুকে ছুড়ে ফেলা হয় রাস্তায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১২:৩২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার উত্তরপ্রদেশ। বারাণসীর পর এ বার মেরঠে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। চলন্ত গাড়িতে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাঁর বন্ধুকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়। গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার পরই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি মঙ্গলবার রাতের। পুলিশ সূত্রে খবর, কিশোরী এবং তাঁর বন্ধুকে কাজ দেওয়ার নামে গ্রেটার নয়ডা থেকে গাড়িতে তোলেন তিন যুবক। তাঁদের লখনউয়ে নামিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন যুবকেরা। তাঁরা গাড়িতে বসেই মদ্যপান করেন। তার পর ওই কিশোরী এবং তাঁর বন্ধুকে গাড়িতে নিয়ে রওনা দেন।

পুলিশ জানিয়েছে, মাঝপথেই গাড়িতে কিশোরী এবং তাঁর বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় তিন যুবকের। অভিযোগ, তার পরই চলন্ত গাড়িতে থেকে কিশোরীর বন্ধুকে ছুড়ে ফেলা হয় রাস্তায়। গুরুতর জখম হয়ে মৃত্যু হয় তাঁর। মেরঠের কাছ থেকে কিশারীর বন্ধুর দেহ উদ্ধার হয়। অভিযোগ, তার পর চলন্ত গাড়িতেই কিশোরীকে ধর্ষণ করেন তিন অভিযুক্ত। মেরঠ থেকে ১০০ কিলোমিটার দূরে বুলন্দশহরের খুর্জায় কিশোরীকে গাড়ি থেকে ফেলে দেন অভিযুক্তেরা। তার পর ওই কিশোরী স্থানীয়দের সহযোগিতায় থানায় পৌঁছোয়। তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে।

Advertisement

কিশোরীর কাছ থেকে অভিযুক্তদের গাড়ির বর্ণনা পেয়ে তদন্তে নামে পুলিশ। আলিগড়-বুলন্দশহর হাইওয়ের কাছে গাড়িটিকে ধরার চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তার পরই পুলিশ পাল্টা গুলি চালায়। তাতে দুই অভিযুক্ত গুলিবিদ্ধ হন। তার পর তিন জনকে গাড়িসমেত ধরে ফেলে পুলিশ। বুলন্দশহরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ধৃতদের কাছে থেকে পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement