Gang rape

গণধর্ষিতা হয়েও ভয়ে চুপ ছিল নাবালিকা, সোশ্যাল মিডিয়ায় ছবি ফাঁস হতেই গ্রেফতার চার

২৫ এপ্রিল সেই নির্যাতনের কথা বাড়ির কারোকে জানায়নি ওই কিশোরী। কিন্তু সেই ঘটনার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় নির্যাতনকারীরা। যার জেরে স্থানীয় ‘সাইবার সেনানি’ দলের নজরে আসে বিষয়টি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২০ ১৬:৩৩
Share:

প্রতীকী চিত্র।

বাড়ি ফেরার পথে পাঁচ জন যুবকের হাতে গণধর্ষণের শিকার হয়েছিল ১৬ বছরের নাবালিকা। ২৫ এপ্রিল সেই নির্যাতনের কথা বাড়ির লোককে জানায়নি ওই কিশোরী। কিন্তু সেই ঘটনার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় নির্যাতনকারীরা। যার জেরে স্থানীয় ‘সাইবার সেনানি’ দলের নজরে আসে বিষয়টি। এর পর পাঁচ অভিযুক্তের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা জেলার একটি গ্রামে।

Advertisement

নির্যাতিতা কিশোরীর বাবা এক জন পরিযায়ী শ্রমিক। লকডাউনের জেরে গুজরাতের আমদাবাদে আটকে আছেন তিনি। দশম শ্রেণির ওই ছাত্রী মা, দাদু, দিদার সঙ্গে গ্রামে থাকে। ২৫ এপ্রিল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তার পথ আটকায় দুই যুবক। জোর করে তাকে নিকটবর্তী আম বাগানে নিয়ে যায়। সেখানে আরও তিনজনকে ডাকে তারা। পাঁচজন মিলে গণধর্ষণ করে ওই কিশোরীকে।

নির্যাতনের কথা কারোকে না বলার হুমকিও দেয় তারা। তাদের হুমকির জেরে ঘটনার কথা বাড়ির কাউকে জানায়নি ওই কিশোরী। বাবা না থাকায় চুপচাপ নির্যাতন সহ্য করে নেয় সে।

Advertisement

আরও পড়ুন: স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া কত, কী কী নিয়ম আপনাকে মেনে চলতে হবে

কিন্তু অভিযুক্তরা তাদের বন্ধুদের সেই ছবি পাঠায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে দিতেই ‘সাইবার সেনানি’ দল পুলিশকে জানায় বিষয়টি। এর পর পুলিশ চারজনকে গ্রেফতার করে। দ্বারভাঙা সদরের ডেপুটি পুলিশ সুপার অনুজ কুমার বলেছেন, ‘‘অভিযান চালিয়ে মুরারি দাস, অশোক দাস, ইন্দ্রজিৎ দাস ও রোহিত মণ্ডল— এই চার অভিযুক্তকে জালে থানার অন্তর্গত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্ত সাগর সাইনি পালিয়ে গিয়েছে।’’ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

আরও পড়ুন: মুম্বইয়ের বস্তির ছাদ ভেঙে ঘরে ঢুকে বসেছিল হরিণ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement