সুরাত: আটকে রেখে ধর্ষণ করেই খুন

সুরাতের পান্ডসেরা থেকে উদ্ধার হওয়া মেয়েটির যৌনাঙ্গ-সহ সারা শরীরে ৮০টির বেশি আঘাতের চিহ্ন থাকার কথা জানা গিয়েছিল আগেই। এ বার পুলিশ জানাল, বেশ কয়েক দিন ধরে আটকে রেখে নানা ভাবে অত্যাচার করা হয়েছে বালিকাটিকে। ধর্ষণের পরে শ্বাসরোধ করে মারা হয়েছে। ময়না-তদন্তে উঠে এসেছে এই তথ্য।

Advertisement

সুরাত

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০৪:৫৪
Share:

সুরাতের পান্ডসেরা থেকে উদ্ধার হওয়া মেয়েটির যৌনাঙ্গ-সহ সারা শরীরে ৮০টির বেশি আঘাতের চিহ্ন থাকার কথা জানা গিয়েছিল আগেই। এ বার পুলিশ জানাল, বেশ কয়েক দিন ধরে আটকে রেখে নানা ভাবে অত্যাচার করা হয়েছে বালিকাটিকে। ধর্ষণের পরে শ্বাসরোধ করে মারা হয়েছে। ময়না-তদন্তে উঠে এসেছে এই তথ্য।

Advertisement

৬ এপ্রিল পান্ডসেরার একটি ক্রিকেট স্টেডিয়ামের কাছে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। সিটি সিভিল হাসপাতালে দেহটির ময়না-তদন্ত করেছেন চিকিৎসক গণেশ গোভেকর। তিনি বলেছেন, ‘‘মেয়েটির বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে। আঘাতের ধরন দেখে বোঝা যাচ্ছে, বেশ কয়েক দিন ধরে তার উপরে অত্যাচার চালানো হয়েছে।’’ উন্নাও ও কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সুরাতের এই ঘটনা সামনে আসায় শিউরে উঠেছে গোটা দেশ। আর এ বার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে এই ঘটনা ঘটায় অস্বস্তি আরও বেড়েছে বিজেপির।

সুরাতের ঘটনায় বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুরাতের পুলিশ কমিশনার সতীশ শর্মা। তিনি জানিয়েছেন, তদন্তভার তুলে দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের হাতে। তবে পুলিশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেয়েটির পরিচয় খুঁজে বের করা। সবার আগে সেই কাজটিই করা হচ্ছে বলে জানিয়েছেন শর্মা। তদন্তের কাজে সাহায্যের জন্য সোমবার সুরাত পোঁছেছে আমদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দু’টি দল।

Advertisement

পুলিশের ধারণা অন্য কোনও জায়গায় খুন করে সুরাতে দেহ ফেলে দেওয়া হতে পারে। সেই কারণে গুজরাত এবং পশ্চিমবঙ্গ ও ওডিশার মতো অন্য রাজ্য থেকে নিখোঁজ বাচ্চাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। শর্মা বলেন, ‘‘আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপরে। মেয়েটি ওই দু’টি রাজ্যের মধ্যে একটি বাসিন্দা হতে পারে।’’ সংগ্রহ করা হয়েছে মেয়েটির ডিএনএ নমুনাও। আজ গুজরাতের প্রতিমন্ত্রী প্রদীপসিন জাডেজাও সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভবত মেয়েটি ওডিশার বাসিন্দা। যেখানে মেয়েটির দেহ পাওয়া গিয়েছে, সেই জায়গাটিও ভাল করে পরীক্ষা করছে পুলিশ। শর্মা বলেছেন, ‘‘ওই জায়গার কাছাকাছি সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হবে।’’ মেয়েটির পরিচয় নিয়ে কোনও তথ্য দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন