গুলি করায় গণপ্রহারে নিহত দুই

সশস্ত্র দুই দুষ্কৃতীর মৃত্যু হল গণপিটুনিতে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাতিয়ার টুপুদানার হরদাগা এলাকায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৪৬
Share:

সশস্ত্র দুই দুষ্কৃতীর মৃত্যু হল গণপিটুনিতে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাতিয়ার টুপুদানার হরদাগা এলাকায়।পুলিশি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যায় মোটর বাইকে করে হরদাগা বাজারে যায় তিন দুষ্কৃতী। একটি দোকানে বসে থাকা জগদেও গন্জু নামে এক জন জমি ব্যবসায়ীর দিকে তাক করে গুলি চালায় তারা। কিন্তু গুলি এক মহিলার গায়ে লাগে। এরপরই হানদাররা মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। তিন দুষ্কৃতীর মধ্যে এক জন দৌড়ে পালায়। বাকি দু’জন মোটর বাইক নিয়ে পালাতে গিয়ে রাস্তার একটি গর্তে পড়ে যায়। তখন স্থানীয় বাসিন্দারা দু’জনকে ধরে ফেলে গণপ্রহার দিতে শুরু করেন। পুলিশ তাদের উদ্ধার করে রিমসে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসক। পুলিশ জানায়, নিহতদের এক জনের নাম সন্তোষ নায়েক। যে মহিলার গায়ে গুলি লাগে তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থল থেকে দেশি রিভলবার আর কয়েক রাউন্ড গুলি পেয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন