বিডিও অফিসে বিধায়কের অভিযান

ফের দুর্নীতি-বিরোধী অভিযান চালালেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। বুধবার বিধায়ক দলবল নিয়ে হাইলাকান্দি ব্লকে গিয়ে দফতরের কাজকর্ম দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০২:০৫
Share:

ব্লক অফিসে হঠাৎ অভিযানে স্থানীয় বিধায়ক আনোয়ার হুসেন লস্কর।— অমিত দাস

ফের দুর্নীতি-বিরোধী অভিযান চালালেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর। বুধবার বিধায়ক দলবল নিয়ে হাইলাকান্দি ব্লকে গিয়ে দফতরের কাজকর্ম দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মাত্র ক’দিন আগেই এই ব্লকের বিডিও মইনুল হক চৌধুরীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে। বিডিওর সক্রিয় তৎপরতাতেই এই গ্রেফতারি।

Advertisement

বিডিওর গ্রেফতারের পর এই ব্লকের উন্নয়নমূলক প্রকল্পগুলির খোঁজ নিতে আজ ফের ব্লক অফিসে হাজির হন বিধায়ক। কিন্তু এ বারেও ব্লকের কর্মসংস্কৃতির বেহাল নমুনা দেখে চটে যান তিনি। ব্লকের ২৮ জন কর্মীর মধ্যে মাত্র কয়েক জন উপস্থিত ছিলেন। তাঁরাও বিধায়কের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারেননি বলে বিধায়ক জানান। ক্ষুব্ধ বিধায়কের অভিযোগ, হাইলাকান্দি ব্লকের উন্নয়নের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। ধৃত বিডিও মইনুল হকের মাধ্যমে এই ব্লকের উন্নয়নের টাকা লোপাট হয়েছে। এই কাজে ব্লকেরই কিছু কর্মী জড়িত। বিধায়ক এদিন বিডিওর কক্ষে বসেই জানিয়ে দেন, উন্নয়নের অর্থ তছরুপের তদন্তের আওতায় এই সব কর্মীদেরও আনতে হবে।

ব্লকের বর্তমান ভারপ্রাপ্ত বিডিও ডি হাতিবড়ুয়াকে ব্লকে ডেকে এনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে তথ্য জানতে চান বিধায়ক। বিধায়ক এ দিন লালা ব্লকের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, লালা ব্লকের ভারপ্রাপ্ত বিডিও থাকা অবস্থায় হাইলাকান্দির সার্কেল অফিসার সরফরাজ হকও প্রচুর দুর্নীতিতে জড়িয়েছেন। তিনি হকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালনোর দাবি জানান। অবশ্য বিধায়কের এই অভিযোগের ব্যাপারে হাইলাকান্দির সার্কেল অফিসার সরফরাজ হক কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement