Security Mock Drill

আবার ‘মক ড্রিল’! বৃহস্পতিবার দেশের চার রাজ্যে অসামরিক মহড়ার সিদ্ধান্ত সরকারের

এর আগে গত ৭ মে দেশের ২৪৪টি জেলায় অসামরিক মহড়ার কথা ঘোষণা করেছিল সরকার। তার আগের রাতেই পাকিস্তানে প্রত্যাঘাতের অভিযান (অপারেশন সিঁদুর) চালায় ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৫:৩২
Share:

দেশের চারটি রাজ্যে অসামরিক মহড়ার আয়োজন। —ফাইল চিত্র।

ভারত-পাক কূটনৈতিক চাপানউতরের আবহে দেশে ফের অসামরিক মহড়ার আয়োজন। ‘মক ড্রিল’ হবে গুজরাত, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই চার রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত ‘মক ড্রিল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চার রাজ্যের সঙ্গেই পাকিস্তানের সীমান্ত রয়েছে।

Advertisement

এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ৭ মে দেশের ২৪৪টি জেলায় অসামরিক মহড়া হবে। যুদ্ধের সময়ে কী কী করণীয়, কী ভাবে আত্মরক্ষা করতে হবে, তার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সেই ‘মক ড্রিল’-এ। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর সারা দেশ জুড়ে এই ধরনের নাগরিক সুরক্ষার মহড়া আর হয়নি। কিন্তু ৭ তারিখের ‘মক ড্রিল’-এর আগে ৬ মে মধ্যরাতেই পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। ‘সিঁদুর’ অভিযানের পর পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। দুই দেশের মধ্যে টানা চার দিন সামরিক সংঘর্ষ চলেছে। অবশেষে গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

শুধু যুদ্ধ নয়, নাগরিক সুরক্ষা মহড়া বা ‘মক ড্রিল’ যে কোনও বিপর্যয়ের মোকাবিলার উদ্দেশ্যেই আয়োজন করা যায়। ভূমিকম্প, বন্যা, রাসায়নিক বিপর্যয়, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রেও সাধারণ মানুষকে সতর্ক করতে, তাদের বিপর্যয়ের মোকাবিলার জন্য প্রস্তুত করতে ‘মক ড্রিল’ আয়োজন করা হয়।

Advertisement

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে সীমান্তবর্তী এই চার রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছিল। ড্রোন হামলা, ব্ল্যাকআউটের সাক্ষী থেকেছে এই রাজ্যগুলি। নতুন করে আবার এই সমস্ত সীমান্তঘেঁষা রাজ্যে মহড়ার আয়োজন করা হচ্ছে। সংঘর্ষবিরতি হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের এখনও তেমন উন্নতি হয়নি। তাই অনেকের মতে, সীমান্তের রাজ্যগুলিকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখতেই এই ধরনের মহড়ার আয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement