National News

মোদীর ‘জামাই’, সনিয়ার ‘বউমা’ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

কারও দাবি, শেষমেশ ‘জামাই’ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তার জবাব দিতে গিয়ে কেউ-বা তুলে ধরছেন এক মহিলার সেই পুরনো দাবি, ‘‘রাহুল গাঁধীর সঙ্গে আমার বিয়ে হয়েছে’’! তাই তিনি সনিয়া গাঁধীর ‘পুত্রবধূ’!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৯:০৯
Share:

‘জামাই’ আর ‘বউমা’ নিয়ে আপাতত ঢিল ছোড়াছুড়ি চলছে কংগ্রেস আর বিজেপি শিবিরে!

Advertisement

কারও দাবি, শেষমেশ ‘জামাই’ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তার জবাব দিতে গিয়ে কেউ-বা তুলে ধরছেন এক মহিলার সেই পুরনো দাবি, ‘‘রাহুল গাঁধীর সঙ্গে আমার বিয়ে হয়েছে’’! তাই তিনি সনিয়া গাঁধীর ‘পুত্রবধূ’!

ব্যক্তিগত আক্রমণ আর প্রতি আক্রমণে এই ভাবেই ভরে উঠছে দিল্লি রাজনীতির আঙিনা। আলোড়ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

যার সূত্রপাত গত ৯ জুলাইয়ে, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিট্যাল কমিউনিকেশনের প্রধান দিব্যা স্পন্দনার একটি টুইটকে কেন্দ্র করে। সেই টুইটে বলিউডের অভিনেত্রী রাখী সাবন্তের একটি পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করেন দিব্যা। যে ভিডিয়োয় রাখীকে বলতে শোনা যাচ্ছে, তিনি ‘বর’ খুঁজে পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পেয়ে গিয়েছেন তাঁর ‘জামাই’।

আরও পড়ুন- শাহ-মোদী আসতে পারেন প্রতি মাসেই​

দিব্যা তাঁর টুইটে ট্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী ও রাখী সাবন্তের টুইটার হ্যান্ডলগুলিকেও। লিখেছিলেন, ‘‘মোদীজি, শেষমেশ আপনার জামাই খুঁজে পাওয়া গিয়েছে।’’

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিট্যাল কমিউনিকেশনের প্রধানের করা সেই টুইটের জবাব দিতে দেরি করেনি বিজেপি। ওই দিনই পাল্টা টুইটে দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিংহ বাগ্গাও শেয়ার করেন এক মহিলার পুরনো একটি ভিডিয়ো ক্লিপ। যেখানে ওই মহিলা দাবি করছেন, রাহুল গাঁধী (এখন কংগ্রেস সভাপতি) তাঁকে বিয়ে করেছেন।

“सोनिया जी आपकी बहु मिल गई है” “मोदी जी आपका दामाद मिल गया है”

“सोनिया जी आपकी बहु मिल गई है”

“सोनिया जी आपकी बहु मिल गई है” “मोदी जी आपका दामाद मिल गया है”

আরও পড়ুন- একসঙ্গে ভোট নয়, স্পষ্ট করল কংগ্রেস​

দিব্যার শেয়ার করা ভিডিয়ো ক্লিপে বলিউড অভিনেত্রী রাখী সাবন্তকে বলতে শোনা যায়, ‘‘বন্ধুরা, সকলেই আমাকে প্রশ্ন করতেন, কবে বিয়ে করব আমি। কিছু বলতে পারতাম না। এখন আমি খুব খুশি। মনের মানুষটিকে খুঁজে পেয়েছি। আমি এখন নিউ ইয়র্কে আর সেই-ই আমার বর।’’ এটুকু বলেই রাখী আঙুল তুলে এক জনকে দেখান, যিনি তাঁকে পাশে রেখে একটি গাড়ি চালাচ্ছেন।

রাখীকে বলতে শোনা যায়, ‘‘সুইট হার্ট, প্লিজ এক বার হাই বল! সব ভারতীয় তোমাকে দেখছে। দেখছেন প্রধানমন্ত্রী মোদীও। মোদীজি আমার মস্ত ফ্যান। মোদীজি, এক বার তাকান। আপনার জামাইকে দেখুন। ভারতে কোনও মনের মানুষ পাইনি। শেষমেশ বর খুঁজে পেয়েছি নিউ ইয়র্কে এসে।’’

এর পর দিব্যার টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

জবাব দিতে দেরি করেনি বিজেপি। তাঁর টুইটে দিল্লি বিজেপির মুখপাত্র বাগ্গাও শেয়ার করেন ইলাহাবাদের এক অজ্ঞাতপরিচয় মহিলার দাবির ভিডিয়ো। যেখানে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘‘আমি রাহুল গাঁধীকে বিয়ে করতে চাই। কারণ, বুঝেছি, উনিও চান আমাকে বিয়ে করতে। উনি দলিতদের বাড়িতে যেতে পারেন, খেতে পারেন। তা হলে আমাকে বিয়ে করতে পারবেন না কেন?’’

টুইটে বাগ্গা রাহুল গাঁধীকে ট্যাগ করে লেখেন, ‘‘সনিয়াজি, শেষমেশ আপনি বউমা খুঁজে পেলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement