মেডিক্যাল টিম নিয়ে কোল্লাম গেলেন মোদী, পৌঁছলেন রাহুলও

পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সঙ্গে নিয়ে গেলেন জনাপনেরো বিশেষজ্ঞ চিকিৎসক। কেরলে পুট্টিঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়ে যাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাঁদের চিকিৎসার জন্য। পৌঁছে গেলেন রাহুল গাঁধীও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৩:০১
Share:

পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সঙ্গে নিয়ে গেলেন জনাপনেরো বিশেষজ্ঞ চিকিৎসক।

কেরলে পুট্টিঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়ে যাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাঁদের চিকিৎসার জন্য।

Advertisement

আরও পড়ুন- কেরলের মন্দিরে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১০৬

ওই ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় চারশো মানুষকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।

কোল্লাম রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী আজ টুইট করে কেরলের মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডীকে অনুরোধ করেছেন, তিরুঅনন্তপুরম বিমানবন্দরে তাঁর জন্য যেন কোনও সরকারি প্রোটোকলের ব্যবস্থা করা না হয়।

সন্ধ্যায় পৌঁছে গেলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement