Modi Oath Ceremony

মন্ত্রিসভায় আসছেন অমিত শাহ, অর্থ নাকি স্বরাষ্ট্র— জল্পনা জারি মন্ত্রক নিয়ে

শারীরিক অসুস্থতার জন্য অরুণ জেটলি জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় থাকতে চান না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৭:৩১
Share:

মন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। —ফাইল চিত্র

সব জল্পনার অবসান। মন্ত্রী হচ্ছেনই বিজেপি সভাপতি অমিত শাহ। নিশ্চিত করলেন গুজরাতের বিজেপি সভাপতি জিতু বাঘানি। তবে মন্ত্রক নিয়ে এখনও জল্পনা কাটেনি। ফলে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর সঙ্গেই শপথ নিতে দেখা যাবে অমিত শাহকে।

Advertisement

দ্বিতীয় বার বিজেপি তথা এনডিএ ক্ষমতায় আসার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল, এ বার মন্ত্রিসভায় আসতে পারেন অমিত শাহ। শোনা যাচ্ছিল, স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। তবে অমিত শাহের নিজের পছন্দ অর্থমন্ত্রক। আবার অন্য একটি সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রীও হতে পারেন অমিত। তবে শেষ পর্যন্ত কোন মন্ত্রক পাবেন, তা নিয়ে এখনও জল্পনা জিইয়ে রেখেছে বিজেপি।

শারীরিক অসুস্থতার জন্য অরুণ জেটলি জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় থাকতে চান না। ফলে সেই জায়গায় অমিতকে দায়িত্ব দেওয়া হতে পারে। অন্য দিকে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে রাজনাথ সিংহকে অন্য কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement

যদিও প্রথম দিকে অমিত শাহ চেয়েছিলেন দল এবং সংগঠনের কাজই করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের শীর্ষনেতৃত্ব তাঁকে মন্ত্রিসভায় আসার ব্যাপারে বুঝিয়ে রাজি করিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: মোদীর সঙ্গে শপথ নিচ্ছেন কারা? বাংলা থেকে নিশ্চিত বাবুল, সুরেন্দ্র, দেবশ্রী, দৌড়ে আর কে কে

আরও পড়ুন: বাংলায় শপথ পড়ুন, পোশাকও পরুন বাংলার, ভাবী মন্ত্রীদের ফোন করে বললেন অমিত শাহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন