বিদেশে গিয়ে ফের কং-সরকারের নিন্দায় মোদী

বিদেশের মাটিতে বসে পূর্বতন সরকারের সমালোচনার রীতি থেকে এ বার সরলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে গিয়ে বরং আরও কড়া ভাষায় আক্রমণ করেছেন ইউপিএ পরিচালিত সরকারকে।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ১৫:৫৫
Share:

আবু ধাবিতে মোদী। ছবি: পিটিআই।

বিদেশের মাটিতে বসে পূর্বতন সরকারের সমালোচনার রীতি থেকে এ বার সরলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে গিয়ে বরং আরও কড়া ভাষায় আক্রমণ করেছেন ইউপিএ পরিচালিত সরকারকে। বিদেশি বিনিয়োগ নিয়ে দুবাইয়ে এক বৈঠকে সোমবার তিনি বলেন, “পূর্বতন সরকার ছিল সিদ্ধান্তহীনতা এবং উদ্যোগবিমুখ সরকার। আমি তাদেরই সমস্যাগুলি উত্তরাধিকার সূত্রে বয়ে বেড়াচ্ছি।”

Advertisement

ক্ষমতায় আসার পর আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একের পর এক দেশে তাঁর সরকারের কাজ নিয়ে ঢালাও প্রশংসা করেছেন তিনি। কাজ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসকেও। কিন্তু এত দিন বিদেশে গিয়ে যে ভাবে কংগ্রেসকে আক্রমণ করেছেন, এ বার সেই জায়গা থেকে সরে গিয়ে আক্রমণের ভাষাটা অন্য মাত্রায় পৌঁছে দিলেন মোদী।

কেন্দ্রে বিজেপি পরিচালিত বর্তমান সরকার ক্ষমতার বাইরে থাকাকালীন, এমনকী ক্ষমতায় আসার পরেও দেশে বিনিয়োগ ও লগ্নি নিয়ে কংগ্রেসকে বরাবরই আক্রমণ করেছে। তাদের দাবি, কংগ্রেস সরকারের সময় দেশে বিদেশি বিনিয়োগ খুব কমই হয়েছে। কারণ সেই সরকারের মধ্যে উদ্যোগের অভাব ছিল। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় আসার পরই একের পর এক বিদেশি বিনিয়োগ টানতে মোদী আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, ইজরায়েল থেকে আমিরশাহি দৌড়ে বেড়িয়েছেন।

Advertisement

এ দিন এই মোদীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেন, “নিজের পদমর্যাদা সম্পর্কে সচেতন হওয়া উচিত প্রধানমন্ত্রীর। দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য থেকে বিরত থাকা উচিত তাঁর।” তিনি আরও বলেন, “এ ধরনের কুরুচিকর মন্তব্য এর আগেও করেছেন প্রধানমন্ত্রী। আবার সেই একই ধারা বজায় রাখলেন। তিনি যে এক জন ভারতীয় সে জন্য গর্বিত হওয়া উচিত তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন