মুসলিমদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

তাঁর দল ও সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতার অভিযোগের মধ্যেই আগামিকাল ইনদওরে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শিয়া সংগঠন দাউদি বোরা সম্প্রদায়ের ভারতীয় শাখার ‘আশারা মুবারক’ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৫
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

তাঁর দল ও সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতার অভিযোগের মধ্যেই আগামিকাল ইনদওরে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শিয়া সংগঠন দাউদি বোরা সম্প্রদায়ের ভারতীয় শাখার ‘আশারা মুবারক’ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন তিনি।

Advertisement

অনেকেই মনে করছেন, সাম্প্রদায়িকতার অভিযোগের মুখ ঘোরাতেই এই প্রতীকি পদক্ষেপ করছেন মোদী। সামনেই মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের শতকরা হারও যথেষ্ট। তবে বিজেপির এক নেতার মতে, ভোটে সংখ্যালঘুদের মন জয়ের উদ্দেশ্য নিয়ে মোদী এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন— এমন ভাবার

কারণ নেই। ব্যাপারটা এমনও নয় যে অটলবিহারী বাজপেয়ীর পথে হেঁটে মোদী উনিশের ভোটের আগে উদার কোনও অবস্থান নিতে চাইছেন। তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য না থাকলেও বিধানসভা ভোটের আগে মুসলিম সমাজকে মোদী একটি বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রের দাবি, তিন তালাকের রায়ের পরে মুসলিম মহিলাদের কিছু সংখ্যক ভোট গেরুয়া শিবিরে আসতে পারে। আর সেটা এমন সময়ে হতে চলেছে যখন রাহুল গাঁধী হিন্দুভোটের দিকে মনোনিবেশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement