মাদাম তুসোয় বসছে মোদীর মোমের মূর্তি

নরেন্দ্রে মোদী এ বার মাদাম তুসোয় ! কী ভাবছেন ঘুরতে গিয়েছেন তিনি? মোটেই না। ক্রিম রঙের কুর্তা, সঙ্গে জ্যাকেট আর নমস্কার করার ভঙ্গিতে মাদাম তুসোয় দেখা যাবে মোদীর মোমের মূর্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ২১:৩৭
Share:

নরেন্দ্রে মোদী এ বার মাদাম তুসোয়! কী ভাবছেন ঘুরতে গিয়েছেন তিনি? মোটেই না। ক্রিম রঙের কুর্তা, সঙ্গে জ্যাকেট আর নমস্কার করার ভঙ্গিতে মাদাম তুসোয় দেখা যাবে মোদীর মোমের মূর্তি। বিশ্বের তাবড় তাবড় প্রভাবশালী নেতাদের পাশাপাশি এ বার মাদাম তুসোর মিউজিয়ামে মোমের মূর্তি বসতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী এপ্রিল মাসের মধ্যে লন্ডন, সিঙ্গাপুর, হংকং এবং ব্যাঙ্ককে মাদাম তুসোর পূর্ণাবয়ব মূর্তি দেখতে পাবেন দর্শকরা। বিশ্ব রাজনীতিতে এখন এক গুরুত্বপূর্ণ নাম হল নরেন্দ্র দামোদরদাস মোদী। ২০১৫ সালে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের প্রথম দশজন প্রভাবশালী নেতাদের নামের তালিকায় মোদী রয়েছেন। এই মুহূর্তে টু্ইটারে সবথেকে বেশি মানুষ ফলো করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর মূর্তি বসাতে চলেছে মাদাম তুসো কর্তৃপক্ষ। মোদী বলেন, “মাদাম তুসোয় স্বনামধন্য সব ব্যক্তিদের মূর্তি রয়েছে, তাঁদের পাশে আমার মূর্তি বসানো হচ্ছে,তা জনগনের ইচ্ছানুসারেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন