অভিযুক্তদের পোস্টার ছড়িয়ে দিল জনতা

যৌন নিগ্রহে অভিযুক্ত সরকারি কর্তাদের ধরতে পুলিশ ব্যর্থ হওয়ায় গোটা জেলায় তাদের পোস্টার ছড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন। অসমের কার্বি আংলং জেলার ঘটনা।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:১৮
Share:

যৌন নিগ্রহে অভিযুক্ত সরকারি কর্তাদের ধরতে পুলিশ ব্যর্থ হওয়ায় গোটা জেলায় তাদের পোস্টার ছড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন। অসমের কার্বি আংলং জেলার ঘটনা। ওই ঘটনায় রিনা রংহাংপি ও ললিতা ইংপি নামে দুই নারী পাচারকারীকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরও ৪ সরকারি কর্তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বৈঠালাংশুর সাতগাঁও থেকে দুই কিশোরীকে ২৫ মে ডিফুতে নিয়ে আসা হয়। অভিযোগ, ২৭ মে বিদ্যালয় পরিদর্শক হেমারি ক্রর কাছে তাদের বিক্রি করে ইংপিরা। পরের দিন ওই বিভাগের জেলা সচিব প্রদীপ টিমুং-এর হাতে মেয়ে দু’টিকে তুলে দেন হেমারি। সরকারি দফতরেই তাদের উপরে যৌন নির্যাতন করা হয়। খবর ছড়াতেই অ্যান্টনি ফোংসো নামে ওই পশু চিকিৎসককে বরখাস্ত করেছে ডব্লুটিআই। এসপি মুগ্ধজ্যোতি মহন্ত জানান, স্থানীয় সংগঠনগুলি পুলিশকে খবর না দিয়ে প্রতিবাদ মিছিল বের করেছিল। জেলায় অভিযুক্তদের ছবি লাগানো পোস্টারও ছড়িয়ে দেয়। তার জেরে অভিযুক্তরা পালিয়ে যায়। ওই কিশোরীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement