Operation Sindoor

সেনার বীরত্বকে কুর্নিশ জানাতে উত্তরপ্রদেশে ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’, রয়েছে মোদী ও আদিত্যনাথের কাটআউটও

উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’। সেল্‌ফি পয়েন্টে রাখা হয়েছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের বড় দু’টি কাটআউট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১২:৩৬
Share:

উত্তরপ্রদেশে তৈরি হল ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’। —ফাইল চিত্র।

সাম্প্রতিক ভারত-পাক সংঘাতে সেনার কৃতিত্বকে কুর্নিশ জানাতে ‘সেল্‌ফি পয়েন্ট’ তৈরি হল উত্তরপ্রদেশে। সে রাজ্যের মোরাদাবাদ পুরনিগমের উদ্যোগে তৈরি হওয়া এই সেল্‌ফি পয়েন্টের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর সেল্‌ফি পয়েন্ট’। সেল্‌ফি পয়েন্টে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বড় দু’টি কাটআউট। তা ছাড়া ‘অপারেশন সিঁদুর’-এর বিবরণ দিয়ে পোস্টারও দেওয়া হয়েছে মোরাদাবাদ শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায়।

Advertisement

এই ‘সেল্‌ফি পয়েন্ট’ প্রসঙ্গে মোরাদাবাদ পুরনিগমের কমিশনার দিব্যাংশু পটেল বলেন, “ভারতীয় সেনার বীরত্বকে স্বীকৃতি দিতে এটি তৈরি করা হয়েছে। ভারত তার বীরদের জন্য গর্বিত।” এই সেল্‌ফি পয়েন্ট নিয়ে গোড়াতেই অবশ্য বিতর্ক দেখা দিয়েছে। ওই পয়েন্টে সেল্‌ফি তোলার পরেই তিন যুবককে আটক করে পুলিশ। পুর কমিশনার পটেল দাবি করেন, ওই তিন জন তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। তিন যুবক পাল্টা দাবি করেন, তাঁরা সেল্‌ফি পয়েন্টে সেল্‌ফি তোলার পরেই পুর কমিশনারের দেহরক্ষীরা তাঁদের ফোনগুলি কেড়ে নেন। ফোনগুলি ফেরত চাইলে ৫০০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করতে সামরিক অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ইতিমধ্যেই ওই অভিযানে ভারতীয় সেনার বীরত্বকে তুলে ধরতে একটি স্মৃতিউদ্যান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, গুজরাতে পাক সীমান্তের কাছেই কচ্ছ জেলায় এটি তৈরি করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর বন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement