UP Constable

‘আপনার চেয়ে বেশি শিক্ষিত’! উত্তরপ্রদেশে বিজেপি নেতার পুত্র প্রৌঢ় কনস্টেবলের নিশানায়

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সে সময় বিজেপি নেতা চৌধুরী ঋষিপাল সিংহের ছেলে তপেশ গাড়িতে চড়ে যাচ্ছিলেন। আচমকা রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি। এর জেরে ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:২০
Share:

মাঝরাস্তায় বিজেপি নেতার পুত্রের সঙ্গে বচসা ট্র্যাফিক কনস্টেবলের। ছবি: সংগৃহীত।

ব্যস্ত রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন বিজেপি নেতার পুত্র। যার জেরে যানজট তৈরি হচ্ছিল। ভোগান্তি হচ্ছিল অন্য গাড়িচালক ও পথচারীদের। তা নিয়ে বলতে গিয়েই নেতা-পুত্রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন প্রৌঢ় কনস্টেবল। হল উত্তপ্ত বাক্যবিনিময়ও।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সে সময় বিজেপি নেতা চৌধুরি ঋষিপাল সিংহের ছেলে তপেশ গাড়িতে চড়ে যাচ্ছিলেন। আচমকা রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি। এর জেরে ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশেরা কিছু বলতে গেলে উল্টে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে দেন ওই যুবক। এর পরেই তাঁকে থামান ট্র্যাফিক কনস্টেবল এসপি সিংহ। দু’জনের বচসা শুরু হয়ে যায়।

ওই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, একটি স্করপিও এসইউভি গাড়ির ভিতরে বসে রয়েছেন বিজেপি নেতার পুত্র। গাড়ির কাচে ‘বিধায়ক’ লেখা রয়েছে। বনেটে রয়েছে বিজেপির পতাকা। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে প্রৌঢ় কনস্টেবলের সঙ্গে বচসা করছেন ওই যুবক। অভিযোগ, গাড়ি সরাতে বললে নেতা-পুত্র প্রথমেই ওই প্রৌঢ় কনস্টেবলকে বলেন, ‘‘ভাগ এখান থেকে!’’ এর পরেই উভয়ের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়।

Advertisement

ট্র্যাফিক কনস্টেবল: আমার বয়স ৫৫ বছর। আপনি আমাকে বলছেন, ‘‘ভাগ এখান থেকে’’?

নেতার ছেলে: আপনার বয়স ৫৫ বছর বলেই আমি আপনাকে সম্মান দেখিয়ে কথা বলছি।

ট্র্যাফিক কনস্টেবল: কিসের সম্মান? আপনি যানজট তৈরি করছেন।

নেতার ছেলে: আপনার ঠিক ভাবে কথা বলা উচিত। আপনি বিভাগের সুনাম নষ্ট করছেন। আমি তো আপনার সঙ্গে ভাল করেই কথা বলছি।

ট্র্যাফিক কনস্টেবল: আপনি যদি ভাল করে কথা বলতেন, তা হলে এই পরিস্থিতির সৃষ্টি হত না। আপনি আপনার বাবার সুনাম নষ্ট করছেন।

নেতার ছেলে: আর আপনি সরকারের সুনাম নষ্ট করছেন!

ট্র্যাফিক কনস্টেবল: আমি এই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করব। আমি আপনার চেয়ে বেশি শিক্ষিত। আমি কথা বলতে জানি। আপনি ক্ষমতার অপব্যবহার করছেন।

এর পরে বেশি কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে চলে যান নেতার পুত্র। ইতিমধ্যে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেকে প্রৌঢ় কনস্টেবলের পক্ষ নিচ্ছেন। কেউ কেউ আবার দু’জনেরই সমালোচনা করছেন। যদিও ওই কনস্টেবল পরে জানিয়েছেন, নেতার ছেলে শুরুতে নিজের পরিচয় দিতে অস্বীকার করছিলেন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। সে জন্যই এ হেন কড়া জবাব দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement