রামেশ্বরম পৌঁছল কালামের দেহ

দিল্লি থেকে রামেশ্বরম নিয়ে যাওয়া হল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দেহ। বুধবার সকালে বিমানে প্রথমে দিল্লি থেকে তামিলনাড়ুর মাদুরাই, সেখান থেকে হেলিকপ্টারে রামেশ্বরম। কালামের জন্মস্থান এই রামেশ্বরমেই বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ১২:২৩
Share:

দিল্লি থেকে রামেশ্বরম নিয়ে যাওয়া হল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দেহ। বুধবার সকালে বিমানে প্রথমে দিল্লি থেকে তামিলনাড়ুর মাদুরাই, সেখান থেকে হেলিকপ্টারে রামেশ্বরম। কালামের জন্মস্থান এই রামেশ্বরমেই বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন রাষ্ট্রপতির দেহ যে বিমানে নিয়ে যাওয়া হয়, সেই একই বিমানে শেষকৃত্যে যোগ দিতে গিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাই়ডু এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

Advertisement

গত সোমবার সন্ধ্যায় শিলং-এর আইআইএম-এ একটি আলোচনাসভায় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে বলতেই মঞ্চের উপর ঢলে পড়েন কালাম। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় বেথেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি। মঙ্গলবার দুপুরে তাঁর দেহ উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। পালাম বিমানবন্দরেই তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, দিল্লির উপরাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন সেখানে। এর পর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় রাজাজি মার্গে, তাঁর বাসভবনে। সেখানে রাত পর্যন্ত তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে। হাজির ছিল স্কুল-কলেজের প্রচুর ছাত্রছাত্রীও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন