National News

শব্দদূষণ ছড়ায় মসজিদ, আইসিএসই-র টেক্সটবুক ঘিরে তুমুল বিতর্ক

আইসিএসই বোর্ডের ষষ্ঠ শ্রেণির স্কুলপাঠ্যের জন্য প্রকাশক সেলিনা পাবলিশার্সের ছাপা ওই বইয়ে একটি অধ্যায় ছিল শব্দ দূষণের কারণ নিয়ে। তাতেই শব্দ দূষণের অন্যতম উৎস হিসেবে মসজিদের ছবি রয়েছে। রয়েছে ট্রেন, গাড়ি, বিমানের ছবিও। ওই সবকটি উৎসের শব্দের জন্যই আমাদের কান বন্ধ করতে হয় বলে বইটির ওই অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৬:১৯
Share:

ফাইল চিত্র।

আইসিএসই বোর্ডের ষষ্ঠ শ্রেণির স্কুলপাঠ্যে মসজিদকে শব্দ দূষণের উৎস বলে একটি ছবিতে দেখানো হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনায় তোলপাড় হওয়ার পর প্রকাশক ক্ষমা চেয়ে ওই বইটির পরের সংস্করণ থেকে সেই ছবিটিকে বাদ দেওয়ার অঙ্গীকার করেছেন।

Advertisement

আইসিএসই বোর্ডের ষষ্ঠ শ্রেণির স্কুলপাঠ্যের জন্য প্রকাশক সেলিনা পাবলিশার্সের ছাপা ওই বইয়ে একটি অধ্যায় ছিল শব্দ দূষণের কারণ নিয়ে। তাতেই শব্দ দূষণের অন্যতম উৎস হিসেবে মসজিদের ছবি রয়েছে। রয়েছে ট্রেন, গাড়ি, বিমানের ছবিও। ওই সবকটি উৎসের শব্দের জন্যই আমাদের কান বন্ধ করতে হয় বলে বইটির ওই অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।

বইটিতে ছাপা মসজিদের ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বইটিকে এখনই বাজার থেকে তুলে নেওয়ার জোরালো দাবি ওঠে।

Advertisement

আরও পড়ুন- বাধ্যতামূলক ভোটদান সম্ভব নয়, বললেন মুখ্য নির্বাচন কমিশনার

তার জেরে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রকাশক হেমন্ত গুপ্তা। বলেছেন, ‘‘বইটির পরের সংস্করণেই ২০২ নম্বর পাতায় ছাপা ওই ছবিটি আমরা বাদ দিয়ে দেব।’’

এপ্রিলে মসজিদের আজান নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের গায়ক সোনু নিগম। সোনু বলেছিলেন, ‘‘ভোরে আজানের বিকট শব্দে আমার ঘুম ভেঙে যেত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন