(বাঁ দিকে) সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশী (ডান দিকে)। —ফাইল চিত্র।
মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়ে সোনম রঘুবংশীই কি খুন করেছেন তাঁর স্বামী রাজা রঘুবংশীকে? সোনমের আত্মসমর্পণের পর থেকে প্রশ্নটি ঘুরপাক খেতে শুরু করেছে। ধন্দে রয়েছে রাজার পরিবারের সদস্যেরাও। নিহত তরুণের মা উমার সন্দেহ সোনমের দিকেই। বৌমা দোষী সাব্যস্ত হলে তাঁকে ফাঁসি দেওয়ার দাবি তুলেছেন তিনি। সোনমের উপর সন্দেহ থাকলেও এখনই তাঁকে ‘অভিযুক্ত’ বলে দাগিয়ে দিতে চান না সোনমের দেওর বিপুল রঘুবংশী!
সোনমের শাশুড়ির অভিযোগ, তাঁর সন্তানকে একপ্রকার জোর করেই মেঘালয়ে নিয়ে গিয়েছিলেন সোনম। তাঁর বক্তব্য, সোনম নিজে থেকেই মেঘালয়ের বিমানের টিকিট কেটেছিলেন। বিমানের টিকিট কাটার আগে রাজার সঙ্গে কোনও আলোচনাই করেননি তিনি। শাশুড়ির অভিযোগ, সোনম জোর করেই রাজাকে শিলং নিয়ে গিয়েছিলেন। উমার দাবি, সোনম সকলের সঙ্গে এত মিষ্টি ভাবে কথা বলতেন যে কারও মনে কোনও সন্দেহই হয়নি। সোনম দোষী প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন উমা।
যদিও প্রাথমিক প্রতিক্রিয়ায় সোনমকে এখনই ‘অভিযুক্ত’ বলে দাগিয়ে দিতে চাইছেন না রাজার ভাই বিপুল। বিপুলের দাবি, সোনম আত্মসমর্পণ করেননি। সন্ধান পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়েছিল। এই অবস্থায় যত ক্ষণ না সোনম নিজে মুখে অপরাধের কথা স্বীকার করছেন, তত ক্ষণ বৌদিকে অভিযুক্ত বলে মানতে চাইছেন না বিপুল।
তাঁর দাবি, রাজা এবং সোনমের মধ্যে কখনও ঝগড়া হতে দেখেননি। দু’জনকেই সবসময় হাসিখুশিই দেখাত। পুলিশি তদন্তে রাজ কুশওয়াহা নামে এক যুবকের নামও উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, কুশওয়াহার সঙ্গে ফোনে একাধিক বার কথা হয়েছে সোনমের। ওই যুবক আসলে সোনমের প্রেমিক, এমন তত্ত্বও উঠে আসছে। কুশওয়াহার নাম এই তদন্তে উঠে আসাতেই বিপুলের সন্দেহ, সোনম এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁর দাবি, সোনমের সংস্থার কর্মী ছিলেন কুশওয়াহা। সোনমের সঙ্গে কুশওয়াহার নিয়মিত ফোনে কথা হত। তবে ওই কুশওয়াহাকে কোনওদিন সামনাসামনি দেখেননি বিপুল, শুধু নামই শুনেছেন।
মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা রাজা। সেই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর স্ত্রী সোনমের। অবশেষে সোমবার ভোরে উত্তরপ্রদেশের গাজ়িপুরে তাঁর সন্ধান পাওয়া যায়। মেঘালয় পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের হাত থেকে সোনমকে তারা হেফাজতে নেবে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন সোনমের চর্চিত প্রেমিক রাজ কুশওয়াহাও।