বিয়ের আগের রাতে মায়ের হাতে খুন হল মেয়ে

বাড়ির অমতে ভালোবেসে জীবন বলি দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। আরও এক বার এর নজির দেখল খোদ রাজধানী। আরও এক বার ভালোবাসার অপরাধে চরমতম শাস্তি পেতে হল বছর কুড়ির এক তরুণীকে।

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৩:৫১
Share:

বাড়ির অমতে ভালোবেসে জীবন বলি দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। আরও এক বার এর নজির দেখল খোদ রাজধানী। আরও এক বার ভালোবাসার অপরাধে চরমতম শাস্তি পেতে হল বছর কুড়ির এক তরুণীকে।

Advertisement

বিয়ের ঠিক আগের রাতে বাড়ি ভর্তি আত্মীয়-স্বজনের মধ্যেই মায়ের হাতে খুন হতে হল তাঁকে।

ঘটনাটি ঘটছে উত্তর দিল্লির সেলিমপুর অঞ্চলে। দিল্লি পুলিশ সূত্রে খবর, মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল গাজিয়াবাদের এক ব্যবসায়ীর সঙ্গে। বিয়ে হওয়ার কথা ছিল গতকাল, রবিবার। কিন্তু মেয়ের যে অন্য প্রমিক আছে তা জানতে পেরেই রেগে যান মা। মেয়েকে শাস্তি দেওয়ার জন্যই খুন করেন মেয়েকে। হাসপাতালে ভর্তি করানোর সময় ওই ভদ্রমহিলা জানান তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। ব্যাপারটি তখনই সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতালের তরফে পুলিশে জানানো হলে বিষয়টি সামনে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তাঁদেরই বাড়ির ভাড়াটের সঙ্গে সম্পর্ক ছিল মেয়ের। এটা জানার পর শনিবার রাতে হঠাৎই উত্তেজিত অবস্থায় মেয়ের ঘরে ঢুকে তাঁর মুখে বালিশ চেপে ধরেন মা। সম্ভবত তখনই মৃত্যু হয় মেয়েটির। মা এবং দাদাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

Advertisement

আরও পড়ুন: শান্তি প্রদীপ জ্বলল, নিভল না বিতর্ক-বাতিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement