National

ধর্মান্তরণে মদত ছিল মাদারের, অভিযোগ বিজেপি সাংসদের

‘‘মাদারকে সন্ত করা উচিত হয়নি। উনি কোনও সম্মতি না নিয়ে জোরজবরদস্তি বহু শিশু, কিশোরের ধর্মান্তরণ করেছিলেন। ওই শিশু, কিশোরদের খ্রিস্টান বানিয়েছিলেন।’’ এই মন্তব্যটি কার জানেন? মধ্যপ্রদেশের মন্দসৌর থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সুধীর গুপ্তার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১২
Share:

বিজেপি সাংসদ সুধীর গুপ্তা (ইনসেটে)।

‘‘মাদারকে সন্ত করা উচিত হয়নি। উনি কোনও সম্মতি না নিয়ে জোরজবরদস্তি বহু শিশু, কিশোরের ধর্মান্তরণ করেছিলেন। ওই শিশু, কিশোরদের খ্রিস্টান বানিয়েছিলেন।’’

Advertisement

এই মন্তব্যটি কার জানেন? মধ্যপ্রদেশের মন্দসৌর থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সুধীর গুপ্তার। মাদার টেরিজার সন্তায়ন নিয়ে বিরূপ মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়ে গিয়েছেন বিজেপি সাংসদ। সুধীর বলেছেন, ‘‘কারও ধর্মান্তরণের জন্য তাঁর সম্মতি নেওয়া প্রয়োজন। কিন্তু মাদার শ’য়ে শ’য়ে, হাজারে হাজারে শিশু, কিশোরের ধর্মান্তরণ করেছিলেন। কারও সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি। তাই ওঁকে (মাদার) সন্ত করা উচিত হয়নি। বহু সমাজকর্মী ও সংস্কারকই বহু কল্যাণমূলক কাজকর্ম করে থাকেন, চরম আত্মত্যাগ করে। নীরবে, নিভৃতে। তা হলে তো তাঁদেরও বহু সম্মান, পদবি পাওয়া উচিত।’’

তাঁর মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে দেখে পরে অবশ্য মাদারের প্রশংসা করেন বিজেপি সাংসদ।

Advertisement

আরও পড়ুন- রহস্যজনক’ তেল ভাণ্ডার বানাচ্ছে চিন, তথ্য না পেয়ে চিন্তায় গোটা বিশ্বই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement