Mehbooba Mufti

‘পিডিপি ভাঙার চেষ্টা হলে আরও সালাহউদ্দিনের জন্ম হবে’

পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (পিডিপি)ভাঙার চেষ্টা করছে বিজেপি, এই খবরেই এখন সরগরম কাশ্মীর উপত্যকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১৪:২৪
Share:

মেহবুবা মুফতি।— ফাইল ছবি

দল ভাঙানোর খেলা খেললে কাশ্মীরের পরিস্থিতি হবে ভয়ঙ্কর। সেক্ষেত্রে উপত্যকায় একাধিক ইয়াসিন মালিক বা সালাউদ্দিনের মতো বিচ্ছিন্নতাবাদীর জন্ম হতে পারে। শুক্রবার বিজেপিকে এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি।

Advertisement

পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (পিডিপি)ভাঙার চেষ্টা করছে বিজেপি, এই খবরেই এখন সরগরম কাশ্মীর উপত্যকা। কিছুদিন আগেই মুফতির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেবিজেপি। বিধানসভায় গরিষ্ঠতা না থাকায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফাও দেন তিনি। অভিযোগ, তারপরই বিজেপি নেমেছে বিধায়ক কেনাবেচার খেলায়।

বিক্ষুব্ধ পিডিপি বিধায়কদের নিয়ে সরকার গড়ার ষড়যন্ত্র চলছে, এই খবরে ইন্ধন জোগান ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। টুইটারে তিনি জানান, পিডিপি নেতাদের একটা বড় অংশ বিজেপি শীর্ষনেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ঘোড়া কেনাবেচা আটকাতে বিধানসভা ভেঙে দেওয়ারও দাবি করেছেন ওমর।

Advertisement

এরপরই কড়া প্রতিক্রিয়া নিয়ে ময়দানে নামলেন মেহবুবা। পিডিপি ভাঙলে কাশ্মীর ফিরে যাবে ১৯৮৭ সালে। প্রসঙ্গত, ১৯৮৭ সালেকাশ্মীর নির্বাচনে নয়াদিল্লির হস্তক্ষেপে রিগিংয়ের অভিযোগ উঠেছিল । তারপর থেকেই বদলে যায় কাশ্মীরেররাজনীতি। মাথাচাড়া দেয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের বহু মানুষ উপত্যকা ছাড়েন ৮৭ পরবর্তী সময়েই। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট-এর নেতা ইয়াসিন মালিক বা হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনও সেই আন্দোলনের পরিণতি। মেহবুবার হুমকি, নয়াদিল্লির হস্তক্ষেপে পিডিপি ভাঙা হলে একাধিক সালাহউদ্দিন বা ইয়াসিন মালিকের জন্ম দেবে উপত্যকা। কাশ্মীর আবার ফিরে যাবে ১৯৮৭ সালে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ ভারতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন