Advertisement
E-Paper

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ ভারতের

এই বছরের এপ্রিলেই আমন্ত্রণ পাঠানো হয়েছে ট্রাম্পের কাছে। তারপর দুই দেশের মধ্যে কিছু আলাপ আলোচনাও হয়েছে। যদিও ওয়াশিংটন থেকে এনিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১১:১৭
ছবি- গেটি ইমেজেস

ছবি- গেটি ইমেজেস

আগামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত। এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা সূত্রে। সূত্রের আরও খবর, মার্কিন প্রশাসন সূত্রে প্রাথমিক ভাবে সদর্থক সাড়াও মিলেছে।

জানা গিয়েছে, এই বছরের এপ্রিলেই আমন্ত্রণ পাঠানো হয়েছে ট্রাম্পের কাছে। তারপর দুই দেশের মধ্যে কিছু আলাপ আলোচনাও হয়েছে। যদিও ওয়াশিংটন থেকে এনিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

বেশ কয়েকটি বিষয় নিয়ে এই মুহূর্তে কিছুটা চাপেই ভারত-মার্কিন সম্পর্ক। সেই তালিকায় একদম ওপরে আছেইরান থেকে তেল আমদানির বিষয়টি। ৪ নভেম্বরের মধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে হবে, নয়াদিল্লিকে আগেই এই হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।যদিও এ নিয়ে ভারত এখনও তার অবস্থান স্পষ্ট করেনি। এছাড়া রাশিয়ার সঙ্গে ভারতের প্রস্তাবিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তিটিও ভাল চোখে দেখছে না ওয়াশিংটন। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

বেশ কিছুদিন ধরেই ঘরে-বাইরে প্রশ্নের মুখে পড়ছে মোদীর বিদেশনীতি। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের অহেতুক অবনতি হচ্ছে, এ নিয়ে সরব হয়েছেন সমালোচক ও বিরোধীরা। ট্রাম্পকে ভারতে আনতে পারলে তা সাফল্য হিসেবে দেখানো যাবে, এই আশাতেই বুক বাঁধছে মোদী শিবির।

আরও পড়ুন: ট্রাম্প-বিরোধী বিক্ষোভের জন্য তৈরি ব্রিটেন

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোদী সরকার বরাবরই দেশ-বিদেশের হেভিওয়েটদের আমন্ত্রণ জানিয়ে থাকে। ক্ষমতায় আসার পর মোদীর প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাজির ছিলেন লাল কেল্লার কুচকাওয়াজে। পরের বছর ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। ২০১৭ সালে উপস্থিত ছিলেন আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহায়ান।

India-US Narendra Modi Donald Trump Republic Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy