Advertisement
E-Paper

তৃণমূলের সম্প্রীতি দিবসের কর্মসূচি। ইন্ডিগো: উড়ান পরিষেবা স্বাভাবিক হবে কি। ভারতের ‘ফাইনাল’। আর কী

বাবরি মসজিদ ধ্বংসের দিনকে মনে রেখে তৃণমূল প্রতি বছর ৬ ডিসেম্বর সম্প্রীতি দিবস পালন করে। আজ সেই উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বাবরি মসজিদ ধ্বংসের দিনকে মনে রেখে তৃণমূল প্রতি বছর ৬ ডিসেম্বর সম্প্রীতি দিবস পালন করে। আজ সেই উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে। সেখানে হাজির হয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানাতে পারেন তৃণমূল নেতৃত্ব।

টানা তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। শুক্রবার এই বিমান সংস্থার উড়ান বাতিলের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দুর্ভোগ এবং পরিষেবায় বিঘ্নের কারণে বার বার যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। এই বেসরকারি বিমান সংস্থার সিইও পিটার এলবার্স জানিয়েছেন, গত কয়েক দিনের তুলনায় শুক্রবারই সবচেয়ে বেশি পরিষেবা বিঘ্নিত হয়েছে। অন্যান্য দিন ইন্ডিগোর যত সংখ্যক বিমান চলাচল করে, শুক্রবার তার ‘অর্ধেক’ চলেছে বলে জানান পিটার। তিনি দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, আজও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি আশা করছেন, শুক্রবারের তুলনায় কম সংখ্যক বিমান বাতিল থাকবে আজ। অর্থাৎ, হাজারের কম বিমান বাতিলের সম্ভাবনা রয়েছে। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আজ রোহিত শর্মা-বিরাট কোহলিদের ‘ফাইনাল’ ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ের ফল এখন ১-১। আজ যারা জিতবে সিরিজ় তাদের। টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার পর ভারত যদি এক দিনের সিরিজ়েও হারে, তা হলে কোচ হিসাবে গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। ভারতের ভরসা একটিই, ফর্মে রয়েছেন কোহলি। প্রথম দু’টি ম্যাচেই শতরান করেছেন তিনি। আজ কি ভারতকে জেতাতে পারবেন রো-কো? খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বিশ্বকাপ ফুটবলের গ্রুপবিন্যাস হয়ে গিয়েছে। জানা গিয়েছে ১২টি গ্রুপের কোনটিতে কারা রয়েছে। আজ ঘোষিত হবে পূর্ণাঙ্গ সূচি। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রতিযোগিতা। কোন দিন কার খেলা, ঘোষণা করা হবে রাত ১০:৩০-এ। অনুষ্ঠান দেখা যাবে ফিফা প্লাস চ্যানেলে।

আজ আবার রয়েছে বাংলার খেলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার সামনে পুদুচেরি। আগের ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। আবার কি জ্বলে উঠবেন তিনি? ব্যাট হাতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভবের বিহারের বিরুদ্ধে এ বার হয়াদরাবাদ। খেলা সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। আগের পাঁচটি ম্যাচেই হেরেছে বিহার। আজকের পর আর একটিই ম্যাচ বাকি থাকবে তাদের। খেলা দুপুর ১২:৪০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রায় পতন ঘটতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দু’ডিগ্রি নামবে। তার পর বেশ কিছু দিন তাপমাত্রায় আর তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

News of the Day TMC Indigo Flight India vs South Africa 2025 Syed Mushtaq Ali Trophy FIFA World Cup 2026 Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy