এ বছর রিজ়ার্ভ ব্যাঙ্কের মোট ১২৫ বেসিস পয়েন্ট সুদ ছাঁটাই সাধ্যের আবাসন বিক্রি বাড়াতে পারে, মনে করছে শিল্প মহল। তাদের দাবি, চড়া মূল্যবৃদ্ধির বাজারে গৃহঋণের মাত্রাছাড়া সুদ কম দামি ফ্ল্যাট-বাড়ির মধ্যবিত্ত ক্রেতাদের দূরে ঠেলে দিয়েছিল। সেই খরচ অনেকটা কমায় একাংশ আবার বাড়ি-বাজারে ফিরতে পারেন।
আবাসন শিল্পের সংগঠন ক্রেডাইয়ের সভাপতি শেখর পটেলের মতে, সুদ কমায় ফ্ল্যাট-বাড়ির চাহিদা বাড়বে। মূলত ছোট-মাঝারির। আর এক সংগঠন নারেডকোর সভাপতি প্রবীণ জৈনের আশা, বিক্রিতে জোয়ারআসবে। ক্রেডাই ওয়েস্ট বেঙ্গলের সভাপতি সুশীল মোহতার বক্তব্য, ‘‘দেশে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি বাড়লেও কলকাতায় বেশি চাহিদা সাধ্যের আবাসনের। তা একটু কমেছিল। অক্টোবরে শহরে মোট বিক্রীত ফ্ল্যাটের ৭০ শতাংশের বেশি ছিল এই শ্রেণির। এ বার তা আগের মতো ৯০ শতাংশের কাছে পৌঁছবে।
পূর্তি রিয়েলটির এমডি মহেশ আগরওয়ালের কথায়, ‘‘ইতিবাচক পথে হাঁটবে আবাসন ক্ষেত্রে।’’ আর জৈন গোষ্ঠীর এমডি ঋষি জৈন বলছেন, ‘‘এতে আখেরে চাঙ্গা হবে অর্থনীতি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)