খরার রাজ্যে জলের অপচয় আইপিএলে, অনলাইন যুদ্ধে কলেজ পড়ুয়া

জল নিয়ে যখন বড়দের জলঘোলার অন্ত নেই তখন এগিয়ে এলেন মুম্বইয়ের এক কলেজ পড়ুয়া রুশভ মামানিয়া। মহারাষ্ট্রে জল-বাঁচাও আন্দোলনে সামিল হলেন তিনি। খরাপ্রবণ সেই রাজ্যে জলের যথাযথ ব্যবহারের জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। শুরু করেছেন একটি অনলাইন পিটিশন। ইতিমধ্যে ১২ হাজার সই জোগাড় করা হয়ে গেছে তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১২:১০
Share:

ছবি সৌজন্যে: চেঞ্জ ডট অর্গ

জল নিয়ে যখন বড়দের জলঘোলার অন্ত নেই তখন এগিয়ে এলেন মুম্বইয়ের এক কলেজ পড়ুয়া রুশভ মামানিয়া। মহারাষ্ট্রে জল-বাঁচাও আন্দোলনে সামিল হলেন তিনি। খরাপ্রবণ সেই রাজ্যে জলের যথাযথ ব্যবহারের জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। শুরু করেছেন একটি অনলাইন পিটিশন। ইতিমধ্যে ১২ হাজার সই জোগাড় করা হয়ে গেছে তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে রুশভ বলেছেন, ‘‘এ রাজ্যের লোকজন জল বাঁচাতে জল ছাড়াই হোলি পালন করতে পারেন। তাঁরাই আমাকে উত্সাহ জুগিয়েছেন। আইপিএল-এর জন্য কী বিপুল পরিমাণে জল নষ্ট হচ্ছে সেটা অনেকেই জানেন না। এই অনলাইন পিটিশনের মাধ্যমে আমি এই ভয়ানক বাস্তবটা সম্পর্কেই সবাইকে সচেতন করতে চাইছি।’’

১২ হাজারেরও বেশি মানুষ ওই পিটিশনে সই করেছেন। পিটিশনটি পৌঁছে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের কাছে। এই পিটিশনে জল সঙ্কট মেটাতে তাঁর সরাসরি হস্তক্ষেপের দাবি যেমন করা হয়েছে, তেমনই আইপিএল-এর ম্যাচগুলি মহারাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন-জল নিয়ে জলঘোলা

এই পিটিশনে রুশভ লিখেছেন, ‘‘কৃষকদের এই সমস্যার সময় কী করে আমরা অসংবেদনশীল হয়ে থাকতে পারি। যারা আমাদের মুখে খাবার জোগান, তাঁদের এই দুর্দশার সময় তো আর অন্ধ হয়ে থাকতে পারি না।’’

এই পিটিশনের একটি করে কপি বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এবং মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের প্রেসিডেন্ট শরদ পাওয়ারকেও দেওয়া হয়েছে।

এবারের আইপিএলে মুম্বই, পুণে এবং নাগপুরে মোট ১৯টি ম্যাচ হওয়ার কথা। ক্রিকেট গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণে খরচ হবে ৭০ লক্ষ লিটার জল। এই মুহূর্তে খরার ভ্রূকুটি গোটা মহারাষ্ট্র জুড়ে। রাজ্যের এই ভয়াবহ এবং শোচনীয় সময় কী করে ক্রিকেটের পিছনে গ্যালন গ্যলন জল ঢালা চলছে তা নিয়ে এখন তীব্র চাপানউতোর। মুম্বই হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। খোদ আদালত প্রশ্ন তুলেছে, মানুষ আগে না আইপিএল আগে? তবে অন্য কোথাও ম্যাচ সরানোর মতো সময় নেই বলে শনিবারের উদ্বোধনী ম্যাচ ওয়াংখেড়েতে করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বাকি ম্যাচগুলোর ভবিষ্যত্ কী, সেই বল আপাতত আদালতের পিচেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন