Digital Arrest in Mumbai

মুম্বইয়ের চিকিৎসককে আট দিন ধরে ‘ডিজিটাল গ্রেফতার’! ভয় দেখিয়ে ৩ কোটি টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা

পুলিশ সূত্রে খবর, সত্তর বছরের ওই মহিলা চিকিৎসকের কাছে একটি ফোন আসে। বলা হয়, তাঁর নামে একটি সিম ব্যবহার করা হচ্ছে। সেটি অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৫:৫৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

মুম্বইয়ের এক চিকিৎসককে আট দিন ধরে ‘ডিজিটাল গ্রেফতার’ করে রাখল সাইবার অপরাধীরা। শুধু তা-ই নয়, কখনও সিবিআই, কখনও ইডি, কখনও আবার পুলিশের পরিচয় দিয়ে চিকিৎসককে ক্রমাগত হুমকি দিয়ে চিকিৎসকের কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত মে মাসে সত্তর বছরের ওই মহিলা চিকিৎসকের কাছে একটি ফোন আসে। বলা হয়, তাঁর নামে একটি সিম ব্যবহার করা হচ্ছে। সেটি অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। যে ব্যক্তি চিকিৎসককে ফোন করেন, তিনি নিজেকে টেলকম দফতরের এক জন কর্মী হিসাবে পরিচয় দেন। চিকিৎসকের অভিযোগ, টেলিকম দফতরের ওই কর্মীর ফোনের ঠিক পরেই আরও একটি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে অপরাধদমন শাখার কর্তা হিসাবে পরিচয় দেন।

অপরাধদমন শাখার ওই কর্তা দাবি করেন, চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য একটি বাড়িতে তল্লাশির সময় উদ্ধার হয়েছে। যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তিনি এক জন বিমান সংস্থার কর্ণধার। সেই কর্ণধারকে আর্থিক তছরুপের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল। চিকিৎসককে ভয় দেখাতে এ বার সাইবার অপরাধীরা তাঁকে আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতারের হুমকি দেওয়া শুরু করে।

Advertisement

চিকিৎসকের স্বামীর দাবি, তাঁর সঙ্গে এক ব্যক্তি ভিডিয়ো কলে কথা বলেন। ওই ব্যক্তি পুলিশের উর্দি পরে ছিলেন। তিনি তাঁকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। পাশাপাশি এটাও জানান, গ্রেফতারির হাত থেকে যদি বাঁচতে চান, কিছু টাকা দিলেই সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। গ্রেফতারি এড়ানোর জন্য চিকিৎসকের কাছে তিন কোটি টাকা দাবি করা হয়। আট দিন ধরে বার বার ফোন করে নানা ভাবে হুমকি এবং ভয় দেখানো হয়। ক্রমাগত চাপের মুখে পড়ে এবং আতঙ্কিত হয়ে শেষমেশ তাঁদের অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকা দেন চিকিৎসক। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন চিকিৎসক। কিন্তু তত ক্ষণে তাঁদের অ্যাকাউন্ট খালি করে দিয়েছিলেন সাইবার অপরাধীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement