Kunal Kamra Controversy

কুণালকে হাজিরা দিতে বলে ফের সমন মুম্বই পুলিশের! এ বার নির্মলাকে নিশানা করে নতুন ভিডিয়ো কৌতুকশিল্পীর

‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন বলে অভিযোগ কুণাল কামরার বিরুদ্ধে। বুধবার আবার তিনি তাঁর সমাজমাধ্যমের পাতায় নতুন একটি ভিডিয়ো পোস্ট করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৫৮
Share:

কৌতুকশিল্পী কুণাল কামরা। —ফাইল চিত্র।

আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। যে অনুষ্ঠান নিয়ে এত বিতর্ক, সেই অনুষ্ঠানেরই একটি দেড় মিনিটের অংশ তুলে ধরেছেন কুণাল। একটি জনপ্রিয় বলিউড সিনেমার গানের প্যারোডিতে এ বার তাঁর নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুধু তা-ই নয়, কেন্দ্রের বিজেপি সরকারকে ‘তানাশাহি’ (একনায়কতন্ত্র) বলেও কটাক্ষ করেছেন কুণাল। অন্য দিকে, তাঁর বিরুদ্ধে তৎপর মুম্বই পুলিশও। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে মন্তব্য করার অভিযোগে বুধবার কুণালকে দ্বিতীয় সমন পাঠাল মুম্বই পুলিশ।

Advertisement

বিদ্রুপাত্মক গান বেঁধে বিতর্কে জড়িয়েছেন কুণাল। অভিযোগ, ‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন তিনি। এই নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। কেউ তাঁর পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার প্রকাশ্যে বিরোধিতা করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের রোষের মুখে পড়েছেন তিনি। তাঁর দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও তিনি নিজের অবস্থানে অনড়। কুণাল জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না। আইন-আদালত যা বলবে সেই পথেই তিনি হাঁটবেন।

কুণালের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিবসেনা বিধায়কদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা রুজু করেছে মুম্বই পুলিশ। কৌতুকশিল্পীকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠিয়েছে তারা। যদিও তাঁর আইনজীবী জানিয়েছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কুণাল। হাজিরা দেওয়ার জন্য এক সপ্তাহ সময়ও চাওয়া হয়েছে। তবে তাঁর অনুরোধে চিঁড়ে ভেজেনি। হাজিরা দেওয়ার জন্য বুধবার নতুন করে সমন পাঠিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

সেই আবহেই বুধবার নতুন ভিডিয়ো প্রকাশ করেন কুণাল। নতুন ভিডিয়োয় কুণাল তাঁর অনুষ্ঠানেরই একটি অংশ তুলে ধরেছেন। জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র ‘হাওয়া হাওয়াই’ গানের প্যারোডি সংস্করণ। গানের ছত্রে ছত্রে রয়েছে বিজেপি-বিরোধী শব্দ। সেতু ভেঙে পড়া নিয়ে কটাক্ষ করেছেন কুণাল। তাঁর অভিযোগ, কেন্দ্র মধ্যবিত্তের ‘আকাঙ্ক্ষা’ উপেক্ষা করেছে। তাদের কর্পোরেটদের তুলনায় বেশি কর দিতে হয়। কেন্দ্রের চাপানো পপকর্নের উপর অতিরিক্ত কর নিয়ে সরব হয়েছেন কুণাল। শেষে নাম নেন নির্মলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement