ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস-এর সঙ্গে জড়িত সন্দেহে বান্দ্রার দুই কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মুম্বই পুলিশের বিরুদ্ধে। স্থানীয় পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে দুই মদ্যপকে রাস্তা পার করতে সাহায্য করছিল ওই দুই কিশোর। অভিযোগ আচমকাই সেখানে পুলিস এসে ‘ইসলামিক স্টেটের এজেন্ট’ সন্দেহে তাদের তুলে নিয়ে যায়। তার পর চলে মারধর, সঙ্গে পাকিস্তানে চলে যাওয়ার হুমকি।
১৯ বছরের আসিফ শেখ ও দানিশ শেখের অভিযোগ তাদের ধর্মের কারণেই কোনও রকম প্রমাণ ছাড়াই অত্যাচার চালিয়েছে বান্দ্রা পুলিস।
একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলে আসিফ জানিয়েছেন, ‘‘কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। মারতে মারতেই ওরা আমাদের পাকিস্তানে চলে যেতে বলছিল। বাড়িতে একটা ফোন পর্যন্ত করতে দেয়নি।’’
দুই কিশোরের আরও অভিযোগ, পরে মুখ বন্ধ রাখার জন্য তাদের ঘুষ নেওয়ার প্রস্তাবও দেয় পুলিশ।
ইতিমধ্যে পুলিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দুই কিশোরের পরিবার। কিন্তু অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এখনও কোনও পুলিসি ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
পুলিসের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মুম্বই পুলিস কমিশনার আহমেদ যাদব তদন্তের নির্দেশ দিয়েছেন।