—প্রতীকী চিত্র।
খুনের মামলার আসামি। জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রায়পুর এমসে ভর্তি করিয়েছিল পুলিশ। কিন্তু ২৬ বছরের অভিযুক্ত পালিয়ে যান হাসপাতাল থেকে। প্রায় ২৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁকে পেল রেলরক্ষী বাহিনী। জানা যাচ্ছে, রবিবার দুপুরে খুনে অভিযুক্ত ওই যুবককে হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস থেকে পাকড়াও কর হয়। ছত্তীসগঢ় পুলিশের হাতে ধৃতকে তুলে দিয়েছে আরপিএফ।
অভিযুক্তের নাম করণ পোর্তে। ২৬ বছরের ওই যুবক একটি খুনের মামলার বিচারাধীন বন্দি। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টার মতো অভিযোগে মামলা চলছে। ছত্তীসগঢ় পুলিশ সূত্রে খবর, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই যুবককে রায়পুরের এমসে ভর্তি করানো হয়েছিল। কিন্তু গত শনিবার পুলিশের চোখে ধুলো দিয়ে কেন্দ্রীয় হাসপাতাল থেকে পালিয়ে যান ওই বন্দি।
তাঁর পালানোর খবর পাওয়ার মাত্রই পুলিশ খোঁজ শুরু করে। যৌথ অভিযান শুরু করে রায়পুর পুলিশ, দুর্গ পুলিশ, জিআরপি এবং আরপিএফের দল। ওই অভিযানে আরপিএফের আইজি মুন্নাওয়ার খুরশিদ, এসএসপি (রায়পুর) লাল উমেদ সিংহ, এসএসপি (দুর্গ) বিজয় আগরওয়াল, জিআরপি-র এসপি শ্বেতা সিন্হা প্রমুখ নেতৃত্ব দেন। যৌথ অভিযানে অবশেষে চলন্ত ট্রেন থেকে পলাতক বন্দিকে গ্রেফতার করা হয়েছে। ।
রায়পুর পুলিশ জানিয়েছে যে অভিযুক্তদের ধরার জন্য স্টেশনগুলিতে কঠোর নজরদারি রাখা হয়েছিল এবং জিআরপি এবং আরপিএফের তৎপরতার কারণে এই সাফল্য মিলেছে। করণকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।