Father Kills Daughter

সম্বন্ধ করে বিয়েতে না, কলেজছাত্রী মেয়ে প্রেম করছে শুনে তাঁকে গলা টিপে খুন করলেন বাবা! ধৃত দিল্লিতে

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাবা-মায়ের ঝগড়া হয়েছিল। সেই সময় মেয়েকে গলা টিপে খুন করে ফেলেন বাবা। বাড়ি থেকেই ফোন করা হয়েছিল থানায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলেজে পড়তেন। এক দিন কলেজ থেকে বাড়ি ফিরে শুনলেন, তাঁর বিয়ে ঠিক হয়েছে। পাত্রকেও পছন্দ করে ফেলেছে পরিবার। বস্তুত, বিয়েটাই শুধু বাকি। বাকি সব তৈরি। কিন্তু সব শুনে বিয়ে করতে বেঁকে বসেন ২০ বছরের তরুণী। বাবার সঙ্গে ঝগড়া করেছিলেন। গোঁ ধরেন নিজের পছন্দের যুবককে বিয়ে করবেন। অন্য দিকে, বাবা তাঁর পছন্দের ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেবেনই। মেয়ে সেটা মানবেন না। কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে মেয়েকে খুনই করে বসলেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাবা-মায়ের ঝগড়া হয়েছিল। সেই সময় মেয়েকে গলা টিপে খুন করে ফেলেন বাবা। বাড়ি থেকেই ফোন করা হয়েছিল থানায়। তার পর ৪৮ বছর বয়সি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার অভিযুক্তকে আদালতে হাজির করানোর কথা।

জানা গিয়েছে, ২০ বছরের মেয়েটির সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে শুনে নিজের পছন্দের কথা বাবাকে বলেছিলেন কলেজছাত্রী। কিন্তু বাবার ওই ছেলেকে পছন্দ হয়নি। তিনি মেয়েকে জোর করেন তাঁর পছন্দের ছেলেকে বিয়ে করতে। মেয়ে আবার সেটা মানতে চাননি। এই নিয়ে বাবা-মায়ের ঝগড়া চলছিল গত কয়েক দিন ধরে। শনিবার রাতে অশান্তির মাত্রা চরমে পৌঁছোয়। সেই সময় মেয়েকে শ্বাসরোধ করে বাবা খুন করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ধৃত অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। নিজেই জানিয়েছেন, মেয়েকে খুন করে ফেলেছেন।

Advertisement

মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তরুণীর দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement