নিহত স্ত্রীর সংসারে খুনি স্বামী, ফেরত চান সম্মান

স্ত্রীকে হত্যার অভিযোগে জেল খেটেছিলেন মণিপুরের থৌবাল জেলার লইসরাম চাওবা সিংহ। শেষ পর্যন্ত পর্যাপ্ত প্রমাণের অভাবে জামিনে মুক্তি পাওয়ার চার বছর পরে তিনি দেখলেন, তাঁর সেই মৃত স্ত্রী দিব্যি অন্য এক ব্যক্তির ঘরণী হয়ে সংসার ধর্ম করছেন। এ বার স্ত্রীর বিরুদ্ধেই মামলা ঠুকেছেন চাওবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০৩:২৪
Share:

স্ত্রীকে হত্যার অভিযোগে জেল খেটেছিলেন মণিপুরের থৌবাল জেলার লইসরাম চাওবা সিংহ। শেষ পর্যন্ত পর্যাপ্ত প্রমাণের অভাবে জামিনে মুক্তি পাওয়ার চার বছর পরে তিনি দেখলেন, তাঁর সেই মৃত স্ত্রী দিব্যি অন্য এক ব্যক্তির ঘরণী হয়ে সংসার ধর্ম করছেন। এ বার স্ত্রীর বিরুদ্ধেই মামলা ঠুকেছেন চাওবা।

Advertisement

২০১১ সালের প্রথম দিকে ২৫ বছরের চাওবার সঙ্গে ১৮ বছরের নাওবি দেবীর বিয়ে হয়। বিয়ের ৮ মাস পরে হঠাত্ উধাও হয়ে যান নাওবি। পরে ইথাই নদী থেকে এক মহিলার গলিত শব মেলে। নাওবির মা কুঞ্জরানি সেই শবকে মেয়ের শব বলেই শনাক্ত করেন। পুলিশে তিনি অভিযোগও জানান, চাওবাই তাঁর স্ত্রী নাওবিকে হত্যা করেছেন। চাওবা ও তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করে। চাওবাকে না দেখিয়ে ওই শবদেহ সত্কারও করা হয়। কিন্তু পুলিশ চাওবার বিরুদ্ধে হত্যার সাক্ষ্যপ্রমাণ যোগাড় করতে না পারায় তিনি ও তাঁর বাবা গ্রেফতারের ৬ মাস পরে জামিনে মুক্তি পান। কিন্তু পত্নী হত্যার গ্লানি মাথায় নিয়েই চলতে হচ্ছিল তাঁকে। তবে স্ত্রীর সন্ধান করার কাজটি ছাড়েননি তিনি।

শেষ পর্যন্ত বুধবার তিনি কোনও এক সূত্রে খবর পেয়ে হাজির হন উখরুলে। সেখানেই একটি গ্রামে তিনি নাওবির সন্ধান পান। খাতায় কলমে ‘নিহত’ নাওবি তখন তাঁর নতুন সংসার নিয়ে তুমুল ব্যস্ত। বাড়িতে ৩ মাসের সন্তান। চাওবা দেখেন, যে শাশুড়ি মেয়ের মৃতদেহ শনাক্ত করে সত্কার করেছিলেন এবং যাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে চাওবা ও তাঁর বাবাকে জেলে যেতে হয়েছিল, সেই কুঞ্জরানিও মেয়ের নতুন সংসারে নাতি সামলাচ্ছেন। এর পরেই শাশুড়ি ও স্ত্রীর বিরুদ্ধে পুলিশে পাল্টা অভিযোগ দায়ের করেছেন চাওবা। তবে তিনি তাঁর ‘নিহত’ স্ত্রীকে আর ফেরত চান না। চান না ভাঙা
সংসার জোড়া লাগাতে। চাওবার বক্তব্য, ‘‘নাওবি তাঁর নতুন সংসার নিয়ে তো সুখেই আছে। থাক। তবে ওঁদের জন্য আমার যে সম্মান, অর্থ ও সময় নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ চাই। চাই মোটা টাকা ক্ষতিপূরণ।’’ পুলিশ নাওবি ও তাঁর মাকে জেরা শুরু করেছে। খুব দ্রুতই পুরনো মামলার সঙ্গে নতুন মামলাটি জুড়ে পুলিশ আদালতে হাজির হবে বলে আশ্বস্ত করেছে চাওবাকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন