Land Donated by Muslim Farmer

মন্দিরে যাবেন ভক্তরা, রাস্তার জন্য জমি দিলেন ৭৫ বছরের মুসলিম বৃদ্ধ

রামনাথপুরমের কাঞ্চিরঙ্গুড়ি মেলাভালাসাই গ্রামে রয়েছে আয়ান্নার মন্দির। সেখানে যেতে হলে ভক্তদের মহম্মদ সোয়াইফুর চাষের জমি পেরিয়ে যেতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

রামনাথপুরম শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ২২:৪৭
Share:

আয়ান্নার মন্দিরে যাওয়ার পথ তৈরি করতে নিজের জমি দান করলেন মুসমিল বৃদ্ধ। ছবি: সংগৃহীত।

আয়ান্নার মন্দিরে যাওয়ার পথে পড়ে তাঁর কৃষিজমি। কৃষিজমির উপর দিয়ে মন্দিরে যেতে সমস্যায় পড়তেন ভক্তরা। পথ তৈরি করতে তাই নিজের জমি দান করলেন ৭৫ বছরের মুসলিম বৃদ্ধ। তামিলনাড়ুর রামনাথপুরমের ঘটনা।

Advertisement

রামনাথপুরমের কাঞ্চিরঙ্গুড়ি মেলাভালাসাই গ্রামে রয়েছে আয়ান্নার মন্দির। সেখানে যেতে হলে ভক্তদের মহম্মদ সোয়াইফুর চাষের জমি পেরিয়ে যেতে হয়। চাষের মরসুমে মাঠে ভরে থাকে ফসল। তখন মাঠ পেরিয়ে ভক্তদের যেতে দেওয়া হয় না। বিপাকে পড়েন তাঁরা। দ্বারস্থ হন বৃদ্ধ মহম্মদের কাছে। ভক্তদের কথা ভেবেই আড়াই কাঠা জমি রাস্তা তৈরির জন্য দান করে দেন তিনি।

একই ভাবে কাঞ্চিরঙ্গুরি পাক্কিরাপ্পা দরগায় যেতেও সমস্যা পড়তেন ভক্তরা। পূর্ব উপকূলবর্তী রাস্তা ধরে সেখানে পৌঁছতে হত ভক্তদের। বর্ষায় জমিতে জল ঢোকে সমুদ্রের। তখন দরগায় যাওয়া বন্ধ হয়ে যায়। দরগা যাত্রীদের জন্যও জমি দান করেছেন মহম্মদ। সেই জমিতে রাস্তা তৈরি করবে সরকার। মহম্মদ জানিয়েছেন, রোজ যখন ভক্তদের তাঁর জমির উপর দিয়ে মন্দির যেতে দেখেন, তখন অদ্ভুত এক আনন্দ পান। তাঁর ইচ্ছা, দুই সম্প্রদায়ের সহাবস্থান ঘটুক। শান্তিতে বাস করুক সব ধর্মের মানুষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন