গোরক্ষার নামে ফের যুবক খুন অলওয়ারে

রবিবার রাজস্থান-হরিয়ানা সীমানার কাছে অলওয়ারে গরু নিয়ে যাওয়ার সময়ে এক যুবককে গুলি করে খুন করা হয়। নিহতের নাম উমর খান। গুরুতর জখম তাঁর সঙ্গী তাহির খান হাসপাতালে ভর্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ০৪:০৫
Share:

উমর খান। ছবি: সংগৃহীত।

ফের গো-রক্ষার নামে খুন। আবারও সেই রাজস্থানের অলওয়ারেই।

Advertisement

রবিবার রাজস্থান-হরিয়ানা সীমানার কাছে অলওয়ারে গরু নিয়ে যাওয়ার সময়ে এক যুবককে গুলি করে খুন করা হয়। নিহতের নাম উমর খান। গুরুতর জখম তাঁর সঙ্গী তাহির খান হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে খবর, উমররা হরিয়ানার মেওয়াট থেকে রাজস্থানের ভরতপুরে গরু নিয়ে যাচ্ছিলেন। রাজস্থানের অলওয়ার জেলার গোবিন্দ গড়ের কাছে ফাহারি গ্রামে তাঁদের ঘিরে ধরে ‘গো-রক্ষকেরা’। ভোর তখন পাঁচটা। প্রথমে শুরু হয় গণপিটুনি। তার পর উমরকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান উমর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খুন করার পরে উমরের মৃতদেহটি রেল লাইনে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা।

Advertisement

হরিয়ানার মিও সম্প্রদায়ের মানুষের অভিযোগ, ঘটনায় পুলিশও জড়িত। তাদের সামনেই খুন করা হয় উমরকে। স্থানীয় বাসিন্দাদের দাবি সত্ত্বেও এখনও পর্যন্ত এফআইআর করেনি পুলিশ। মুখে কুলুপ এঁটে রয়েছে তারা। তবে উমরকে যে গুলি করে খুন করা হয়েছে, সেটা স্বীকার করেছে পুলিশ। জানিয়েছে, উমরের স্ত্রী ও আট সন্তান রয়েছে।

এই অলওয়ারেই গত ৫ এপ্রিল খুন হন পেহলু খান। তিনি পেশায় গোয়ালা ছিলেন। আলওয়ারের বেহরোর হাইওয়ে দিয়ে গরু নিয়ে যাওয়ার সময়ে তাঁদের আক্রমণ করে গো-রক্ষকেরা। সেপ্টেম্বর মাসে ছ’জন অভিযুক্তকে ক্লিনচিট দিয়ে দেয় রাজস্থান পুলিশ। উমর-খুনে কী হয়, জবাব দেবে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement