মেয়েদের অন্তঃসত্ত্বা করলেই ফ্যানেরা খুশি, কে বলছেন এ কথা?

মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন তিনি। নারী দিবসের প্রাক্কালে এমন অভিযোগই উঠল তেলুগু অভিনেতা এন বালকৃষ্ণের বিরুদ্ধে। অভিযোগ গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১৩:১৩
Share:

সে দিনের অনুষ্ঠানের ছবি।

মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন তিনি। নারী দিবসের প্রাক্কালে এমন অভিযোগই উঠল তেলুগু অভিনেতা এন বালকৃষ্ণের বিরুদ্ধে। অভিযোগ গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।

Advertisement

ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন ‘সাবিত্রী’ নামে একটি তেলুগুর ছবির অডিও সিডি প্রকাশ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই বালকৃষ্ণ মহিলাদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ। কী সেই মন্তব্য? নিজের অনুগামীদের সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বালকৃষ্ণ বলেন, ‘‘সব সময় চেষ্টা করেছি বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে। বহু চরিত্রে এখনও পর্যন্ত অভিনয় করেছি। আমি যদি শুধু নায়িকাদের পেছনে ছুটতাম, তা হলে ভক্তরা খুবই হতাশ হতেন। আমি কোনও মেয়েকে চুমু খাচ্ছি বা তাঁদের গর্ভবতী করছি, সেটাই ওঁদের ভীষণ পছন্দ।’’ উপস্থিত মহিলারা তত ক্ষণে মাথা নিচু করে ফেলেছেন। কেউ কেউ অনুষ্ঠানের জায়গা ছেড়ে বাইরেও বেরিয়ে গিয়েছেন। এর পরেই সমালোচনার ঝড় ওঠে ৫৬ বছরের ওই অভিনেতাকে ঘিরে। তিনি যদিও জানিয়েছেন, মহিলাদের তিনি যথেষ্ট সম্মান করেন। কাউকে অসম্মান করতে ওই মন্তব্য করেননি। তাতে যদিও ক্ষোভ প্রশমিত হয়নি। চলচ্চিত্র তারকার পাশাপাশি বালকৃষ্ণের আরও অনেক পরিচয় রয়েছে। সে কারণে বিড়ম্বনায় পড়েছে পুলিশও।

আরও খবর
নারী দিবস: এই মহিলারাই উতরে দিচ্ছেন ১৭ ঘণ্টার আকাশ-পথ

Advertisement

কী সেই পরিচয়?

প্রথমত, সম্পর্কে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শ্যালক। দ্বিতীয়ত, বালকৃষ্ণ নিজে হিন্দুপুর কেন্দ্রে তেলুগু দেশম পার্টির বিধায়ক।

সে কারণে সাসূরনগর থানায় এ বিষয়ে অভিযোগ জমা পড়ার পরই পুলিশের তরফে আইনি পরামর্শ চাওয়া হয়েছে। ওই থানার আইসি জানিয়েছেন, অশালীন মন্তব্য করায় ওই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তাঁর কথায়, ‘‘আমরা আইনি পরামর্শ নিচ্ছি।’’

ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এ বিষয়ে চন্দ্রবাবুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওই দলের বিধায়ক আর কে রোজা বলেন, ‘‘যে ভাবে নারী দিবসের প্রাক্কালে টিডিএম-এর শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে মহিলাদের অসম্মান করে মন্তব্য করেছেন, তাতে সরকারের তরফে ক্ষমা চাওয়া উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement