নাগাল্যান্ডে ভোট

মহিলা সংরক্ষণ খারিজের দাবিতে বন্‌ধ

নাগা সংগঠনগুলির দাবি অগ্রাহ্য করে, মহিলাদের জন্য আসন সংরক্ষণের নিয়ম বজায় রাখা ও ১ ফেব্রুয়ারির নির্দিষ্ট দিনেই নগর পরিষদের ভোটগ্রহণের সিদ্ধান্তে অনড় থাকল নাগাল্যান্ড সরকার। প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত গোটা রাজ্যে বন্‌ধের ডাক দিল নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতিদের যৌথ মঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০২:৪৯
Share:

নাগা সংগঠনগুলির দাবি অগ্রাহ্য করে, মহিলাদের জন্য আসন সংরক্ষণের নিয়ম বজায় রাখা ও ১ ফেব্রুয়ারির নির্দিষ্ট দিনেই নগর পরিষদের ভোটগ্রহণের সিদ্ধান্তে অনড় থাকল নাগাল্যান্ড সরকার। প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত গোটা রাজ্যে বন্‌ধের ডাক দিল নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতিদের যৌথ মঞ্চ। ফলে ভোট হলেও ভোটাররা বুথমুখী হবেন কিনা—তা নিয়ে সংশয় থাকল।

Advertisement

মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিরোধিতা করে কয়েক বছর ধরেই আন্দোলন চালাচ্ছে নাগা সংগঠনগুলি। কিন্তু চলতি বছরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৩৩ শতাংশ আসন সংরক্ষণের নীতি নগর পরিষদ ভোটেও লাগু করা হবে। প্রতিবাদে নামে সব উপজাতি সংগঠনগুলি। ছ’টি নগর পরিষদে কাউকে মনোনয়ন জমা দিতেই দেওয়া হয়নি। যৌথ মঞ্চের হুমকি, জোর করে ভোট করানো হলে ফল খারাপ হবে। সংরক্ষণের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভোট পরে করার প্রস্তাব দেয় তারা। কিন্তু তার পরেও রাজ্য মন্ত্রিসভার গত কালের বৈঠকে ভোট গ্রহণের পক্ষেই সিদ্ধান্ত হয়।

এর ফলে আজ থেকে সর্বত্র বন্‌ধ শুরু হয়েছে। যে সব প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরাও হামলার ভয়ে বাড়ির বাইরে কড়া প্রহরা বসিয়েছেন। যৌথ মঞ্চের হাজার হাজার সমর্থক সব ভোটকেন্দ্র ঘিরে ফেলেছে। রাজ্য সরকার পুলিশ ও আধা সেনা মোতায়েন করলেও যে কোনও মুহূর্তে বড় সংঘর্ষের আশঙ্কারয়েছে। বন্‌ধের আওতা থেকে স্কুল-কলেজ, বিয়ের অনুষ্ঠান, শেষকৃত্য, পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, অ্যাম্বুল্যান্স, সংবাদমাধ্যম, স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক কর্মীদের ছাড় দেওয়া হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন