প্রতিষ্ঠান নিয়ে নিশানায় রাহুল 

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক, সিবিআই, সুপ্রিম কোর্ট-সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর পাল্টা মঙ্গলবার গোটা গাঁধী পরিবারকেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০২:০২
Share:

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক, সিবিআই, সুপ্রিম কোর্ট-সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর পাল্টা মঙ্গলবার গোটা গাঁধী পরিবারকেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী। সনিয়া গাঁধীকে নিশানা করে মোদীর অভিযোগ, ‘‘দশ বছর ধরে জাতীয় উপদেষ্টা পরিষদ তৈরি করে প্রধানমন্ত্রীর দফতরকে দুর্বল করা হয়েছিল। সেটা প্রতিষ্ঠানের অসম্মান।’’ রাহুল গাঁধীকে নিশানা করে তাঁর প্রশ্ন, ‘‘কোন ব্যবস্থায় মন্ত্রিসভার সিদ্ধান্তকে সাংবাদিক বৈঠকে ছিঁড়ে ফেলার অধিকার থাকে?’’ নাম না করে প্রয়াত রাজীব গাঁধীর প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, ‘‘এক জন প্রাক্তন প্রধানমন্ত্রী যোজনা কমিশনকে জোকারদের দল বলেছিলেন। কে তখন উপাধ্যক্ষ ছিলেন জানেন?’’ ঘটনা হল, সে সময় মনমোহন সিংহ ওই পদে ছিলেন। ইন্দিরা গাঁধীর সময়ে প্রবীণতম বিচারপতিকে বাদ দিয়ে অন্য কাউকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করার প্রসঙ্গও টেনেছেন মোদী। পাশাপাশি সিবিআই প্রসঙ্গে মোদীর জবাব, দুই শীর্ষ কর্তার মধ্যে বিবাদ চলছিল বলে তাঁদের ছুটিতে যেতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement