নীতীশের অনুরোধ এড়ালেন প্রধানমন্ত্রী

জোটসঙ্গী নীতীশের দাবি মেনে কিন্তু তেমন কোনও ঘোষণা করেননি মোদী। তিনি জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তো পুরনো বিষয়, পটনা আরও বেশি কিছু পেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ০৩:৩৬
Share:

বিহারের দীর্ঘদিনের দাবি হাত জোড় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু সে দাবি সরাসরি মেটালেন না মোদী।

Advertisement

পটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিনের। আজ ওই বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘‘বিহারের দীর্ঘদিনের এই দাবি মেটানোর জন্য আমি প্রধানমন্ত্রীকে হাত জোড় করে অনুরোধ করছি।’’ জোটসঙ্গী নীতীশের দাবি মেনে কিন্তু তেমন কোনও ঘোষণা করেননি মোদী। তিনি জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তো পুরনো বিষয়, পটনা আরও বেশি কিছু পেতে পারে। ২০টি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় কেন্দ্র। তার জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিকে এই প্রতিযোগিতায় যোগ দিতে আহ্বান করেন মোদী। ওই প্রতিযোগিতায় জয়ী ২০টি বিশ্ববিদ্যালয়কে আগামী পাঁচ বছরে ১০ হাজার কোটি টাকার বিশেষ অনুদান দেবে কেন্দ্র। মোদী বলেন, ‘‘আমার আশা, পটনা এই তালিকায় স্থান করে নেবে।’’

আরও পড়ুন: পাশে নীতীশ, জোটবার্তায় জোর মোদীর

Advertisement

বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী বিহারের দাবিকে পাত্তাই দেননি। লালুপ্রসাদের আরজেডি-র সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারির কটাক্ষ, ‘‘নীতীশজিকে প্রধানমন্ত্রী বোকা বানিয়ে দিলেন।’’ প্রাক্তন শিক্ষামন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক চৌধুরির কথায়, ‘‘প্রধানমন্ত্রী বিষয়টিকে অবহেলা করেছেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা না দিয়ে এক প্রতিযোগিতার কথা বললেন। তার ফল কী হবে কে জানে?’’

পরিস্থিতি সামলাতে নীতীশের দল জেডিইউয়ের দাবি, আরজেডি শিক্ষার কিছু বোঝে না। প্রধানমন্ত্রী বিহারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাদেরও আশা, পটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হবে।

দিনের শেষে লালুপ্রসাদের কটাক্ষ, ‘‘যেখানে গুরুই নেই সেখানে বিশ্বগুরু বানানোর কথা বলছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নেই। ক্লাস নিয়মিত হচ্ছে না। শুধু বড় বড় কথা ছাড়া বিহারের জন্য এই সফরে কিছুই দেননি প্রধানমন্ত্রী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement