National News

চন্দ্রবাবু শ্বশুরকে পিছন থেকে ছুরি মেরেছিলেন, অন্ধ্রে গিয়ে বললেন মোদী

এনডিএ ছেড়ে দীর্ঘ দিনের শত্রু কংগ্রেসের সঙ্গে গত বছর হাত মেলান তেলুগু দেশম পার্টির নেতা। তার পরেই বিরোধী জোট গড়ে তুলতে উদ্যোগী হয়ে ওঠেন চন্দ্রবাবু।

Advertisement

সংবাদ সংস্থা

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ) শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৮
Share:

-ফাইল ছবি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে বিশ্বাসঘাতক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুন্টুরে এক জনসভায় শনিবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনি (চন্দ্রবাবু নায়ডু) তো আপনার শ্বশুরের (এন টি রামা রাও) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। শ্বশুরকে পিছন থেকে ছুরি মেরেছিলেন।’’

Advertisement

এনডিএ ছেড়ে দীর্ঘ দিনের শত্রু কংগ্রেসের সঙ্গে গত বছর হাত মেলান তেলুগু দেশম পার্টির নেতা। তার পরেই বিরোধী জোট গড়ে তুলতে উদ্যোগী হয়ে ওঠেন চন্দ্রবাবু। লোকসভা ভোটের আগে বিরোধী জোটকে শক্তিশালী করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গত ১৯ জানুয়ারি কলকাতায় এসেছিলেন চন্দ্রবাবু। তার পরেও এসেছিলেন ধর্মতলায় মমতার ধর্না মঞ্চে।

দীর্ঘ দিনের ‘বন্ধু’ চন্দ্রবাবু বিরোধী জোট গড়ে তোলার ‘কারিগর’ হয়ে ওঠায়, তাঁর রাজ্য অন্ধ্রপ্রদেশে গিয়ে তাঁর সমালোচনা করার সুযোগটা হাতছাড়া করতে চাননি মোদী। চন্দ্রবাবু যে মাঝেমধ্যেই নিজেকে ‘প্রবীণ রাজনীতিক’ বলেন, তা নিয়েও কিছুটা বিদ্রূপ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে।

Advertisement

গুন্টুরের জনসভায় গত কাল মোদী বলেছেন, ‘‘উনি নিজেকে সিনিয়র বলে পরিচয় দেন। কিন্তু আপনি আদতে রাজনীতিতে সঙ্গী বদলানোর ব্যাপারে সিনিয়র। এক গোষ্ঠী ছেড়ে অন্য একটি গোষ্ঠীতে যাওয়ার ব্যাপারে আপনি বেশ দড়। আপনি নিজের শ্বশুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁকে ছুরি মারার ব্যাপারে বেশ দড়। আপনি একের পর এক নির্বাচনে হারার ব্যাপারে বেশ দড়।’’

আরও পড়ুন- কোটির বেশি খরচ করে দিল্লিতে ধর্নায় বসবেন চন্দ্রবাবু! সরব বিরোধীরা​

আরও পড়ুন- মোদীর সভার মাঠে এখনও হেলিপ্যাড, প্লাস্টিক পাউচ​

ছেলে নাকি অন্ধ্রপ্রদেশ, কার জন্য রাজনীতি করছেন চন্দ্রবাবু, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জনসভায় মোদী বলেছেন, ‘‘আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার জমানায় অন্ধ্রপ্রদেশে সূর্যোদয় হবে। কিন্তু আপনি সেই সান (সূর্য) ছেড়ে নিজের সান (ছেলে)-কেই বেশি গুরুত্ব দিয়েছেন। স্বজনপোষণ করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন