কৃষকের ক্ষোভেই হার, দাবি রাহুলের

চাষির ক্ষোভেই হার হয়েছে নরেন্দ্র মোদীর। রাজস্থানের ভোটে জয়ের পরে রাজ্যে প্রথম কৃষক সমাবেশে দাবি করলেন রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০৫:৫০
Share:

আলোচনা: রাজস্থানের সভা সেরে লোকসভা ভোটের রণকৌশল স্থির করতে বুধবার রাতে দিল্লিতে শরদ পওয়ারের বাড়িতে বৈঠক করলেন রাহুল গাঁধী। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৪০টি আসনে ক‌ংগ্রেস-এনসিপি-র সমঝোতা আগেই হয়ে গিয়েছে। বাকি আটটি আসনে কে কোনটিতে লড়বে এবং অন্য বিরোধী দলগুলিকে কী ভাবে সঙ্গে নেওয়া যায়, তা নিয়েই আলোচনা হয়। বৈঠকের পরে ছবি পোস্ট করে পওয়ার বলেন, ‘‘রাহুল গাঁধীর সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে।’’ টুইটার

চাষির ক্ষোভেই হার হয়েছে নরেন্দ্র মোদীর। রাজস্থানের ভোটে জয়ের পরে রাজ্যে প্রথম কৃষক সমাবেশে দাবি করলেন রাহুল গাঁধী। কৃষকদের বললেন, ‘‘আপনারা ফ্রন্টফুটে খেলুন, মোদীর মতো ব্যাকফুটে নয়।’’ বুধবার কংগ্রেস সভাপতি যখন রাজস্থান থেকে মোদীকে নিশানা করছেন, তখনই মহারাষ্ট্রে একই সুর শোনা গেল শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরের গলাতেও। চাষিদের দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে মোদীকে কটাক্ষ করে শিবসেনা নেতা বলেন, ‘‘আমি ‘মন কি বাত’-এর কথা বলি না। ‘জান কি বাত’-এর কথা বলছি।’’

Advertisement

এ দিন রাহুল ছিলেন জয়পুরে, মোদী আগরায়। উত্তরপ্রদেশের জন্য ২৯৮০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মোদী আগরায় পৌঁছনোর আগেই চাষিদের দুর্দশা নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বলেন, ‘‘দিল্লি থেকে উত্তরপ্রদেশ বেশি দূরে নয়। তবে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের কৃষক, ব্যবসায়ীদের সমস্যার কোনও খবর নেই।’’ অখিলেশের কটাক্ষ, ‘‘আশা করি, ভালবাসা ব্যাপারটা তাজমহলের শহর থেকে বুঝে আসবেন মোদী ।’’

আগরায় পৌঁছেই অখিলেশের বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা টেনে আনেন মোদী। বলেন, ‘‘বালি থেকে যারা টাকা কামাতেন তারাই এখন জোট তৈরি করছেন। তদন্তকারী সংস্থা এঁদের কাজ নিয়ে প্রশ্ন তুললেই এঁরা হইচই শুরু করেন। আসলে চৌকিদার জেগে রয়েছে বলেই এ সব হচ্ছে।’’ মায়াবতী ও অখিলেশের জোট নিয়ে মোদীর খোঁচা, রাজনীতিতে লাভের জন্য ১৯৯৫ সালে লখনউয়ের গেস্ট হাউসে মায়াবতীর উপরে হামলার ঘটনা এঁরা ভুলে গিয়েছে।

Advertisement

পাঁচ রাজ্যের ভোটের প্রচারে চাষিদের দুর্দশা নিয়ে সরব হয়েছিলেন রাহুল। যার ফলও মিলেছে। জয়পুরে রাহুল এ দিন বলেন, ‘‘চাষিদের সমস্যার মেটানোর ক্ষেত্রে ঋণ মকুব একটা ছোট পদক্ষেপ। সঙ্কট মেটাতে প্রয়োজন আর একটি সবুজ বিপ্লবের।’’ তিনি প্রতিশ্রুতি দেন, উনিশে ক্ষমতায় এলে দেশে কৃষিঋণ মকুবের জন্য পদক্ষেপ করবে কংগ্রেস। মহারাষ্ট্রের বীডে কৃষকদের সভায় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে আনেন উদ্ধবও। জানিয়ে দেন, চাষিদের সমস্যা মেটাতে না পারলে মোদীর দলের সঙ্গে সমঝোতা করার কথা ভাববে না শিবসেনা। একজন কৃষি বিশেষজ্ঞের দাবিকে সামনে এনে ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’কে রাফালের মতোই বড় কেলেঙ্কারি হিসেবে তুলে ধরেন উদ্ধব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন