Narendra Modi

বিরোধী প্রসঙ্গ এড়িয়ে মোদীর মুখে শুধু বাণিজ্য চুক্তির কথা

প্রতিটি সংসদীয় অধিবেশনের প্রথম দিনে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আজ যে বক্তব্য তিনি রেখেছেন, তার প্রায় গোটাটাই ব্যয় করেছেন ভারতের সঙ্গে হওয়া ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর ফলে দেশের বাণিজ্য বৃদ্ধি ও চাকরির সম্ভাবনা কী ভাবে বাড়বে, তা নিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:১৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

বিরোধীদের আক্রমণের ছিটেফোঁটাও নেই। এমনকি নেহরু তথা গান্ধী পরিবারের নামটুকু পর্যন্ত নিলেন না! বাজেট অধিবেশনের শুরুতে দেশের উদ্দেশে বার্তায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত বক্তব্য রাখলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েই।

প্রতিটি সংসদীয় অধিবেশনের প্রথম দিনে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আজ যে বক্তব্য তিনি রেখেছেন, তার প্রায় গোটাটাই ব্যয় করেছেন ভারতের সঙ্গে হওয়া ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর ফলে দেশের বাণিজ্য বৃদ্ধি ও চাকরির সম্ভাবনা কী ভাবে বাড়বে, তা নিয়ে। মোদীর এ দিনের বক্তব্যকে আমেরিকার প্রতি বার্তা হিসাবেও দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার ফলে প্রায় ২৭টি দেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য খুলে গিয়েছে। মোদীর কথায়, ‘‘ভারতের উৎপাদকেরা তাঁদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ওই সুযোগ গ্রহণ করুন। খোলা বাজারের সুযোগ নিয়ে ২৭টি দেশের ক্রেতাদের কাছ থেকে কেবল মুনাফাই নয়, পণ্যের গুণমান দিয়ে ক্রেতাদের মন জয় করতে হবে।’’ বিরোধীদের কটাক্ষ, কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে আত্মনির্ভর ভারত, রোজগার মেলার সাফল্য তুলে ধরতেন মোদী। এ বার বিশ্ব বাজারে চাকরির সম্ভাবনা নিয়ে সরব হয়েছেন!

রাজনীতিকদের মতে, ছ’মাসের বেশি সময় ধরে আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি করছে। বিভিন্ন খাতে জরিমানা শুল্ক বাড়িয়ে ও আরও বড় শুল্কের জুজু দেখিয়ে মোদী সরকারকে চাপে রেখেছে। আমেরিকার চাপেই পুরনো বন্ধু রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনাও কমে গিয়েছে ভারতের। তাই ভারত এখন মরিয়া হয়ে বাজারে নেমেছে বিকল্প শক্তির উৎস সন্ধানে ও পণ্যের বিকল্প ঠিকানা খুঁজতে। যাতে অর্থনীতি ধাক্কা না খায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন