Bihar BJP

বিহারে সংগঠন ও প্রচারে জোর দিতে নির্দেশ মোদীর

এ বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। অপারেশন সিঁদুরের পরে আজই প্রথমবার বিহার গেলেন প্রধানমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০৯:২২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নয়াদিল্লি, ২৯ মে: কেন্দ্র সরকারের এগারো বছর ও রাজ্য সরকারের গত পাঁচ বছরের সাফল্য বিহারবাসীর সামনে তুলে ধরতে এখন থেকেই মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। অপারেশন সিঁদুরের পরে আজই প্রথমবার বিহার গেলেন প্রধানমন্ত্রী। আজ পটনায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস সেরে বিজেপি সদর দফতর পর্যন্ত রোড শো করেন মোদী। রোড-শো-এর শেষে রাজ্যের বিজেপি সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্য ও রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রায় সওয়া এক ঘণ্টা বিজেপি দফতরে বৈঠক করেন মোদী। সূত্রের মতে, বৈঠকে গোড়াতেই রাজ্যের নিচুতলায় সংগঠন কতটা মজবুত রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। দলীয় রণনীতির অঙ্গ হিসাবে প্রতিটি বুথকে শক্তিশালী করার জন্য বুথ পর্যায়ে সবথেকে বেশি জোর দেওয়ার জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি সংগঠনকে মজবুত করত বসে যাওয়া কর্মীদের গুরুত্ব দিয়ে দলের কাজে ফিরিয়ে আনারওপরামর্শ দিয়ে নবীন-প্রবীণের মেলবন্ধন ঘটিয়ে আগে এগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

কেন্দ্র সরকারের গত এগারো বছরের নানাবিধ সাফল্য তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকার গত পাঁচ বছরে জনহিতে যে ইতিবাচক পদক্ষেপগুলি নিয়েছে সেগুলি বিশেষ ভাবে জনতার সামনে তুলে ধরার নির্দেশ দেন মোদী। পাশাপাশি শরিক দলের সঙ্গে সমন্বয় রেখে, স্বার্থের চিন্তা করে দলের কাজে এখন থেকেই লেগে পড়ার পরামর্শ দিয়েছেন মোদী। সূত্রের মতে, আজ বৈঠকে মোদী স্পষ্ট বুঝিয়ে দেন, বিহারে যাতে এনডিএ জোট ক্ষমতা ধরে রাখতে পারে তা নিশ্চিত করতে হবে বিজেপিকেই। বৈঠকের পরে বিহারবিজেপির নেতা শাহনওয়াজ হুসেন বলেন, ‘‘বৈঠকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী রণনীতি, সংগঠন কতটা মজবুত তা নিয়েও বিশদে কথা হয়েছে। নির্বাচন লক্ষ্য করে প্রত্যেক নেতাকে আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।’’ দলীয় সূত্রের খবর, সরকারের সাফল্য প্রচারে আগামীকাল রোহতাসে জনসভা করবেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন