The Sun Has Just Risen

এই তো সূর্য উঠল: ২০২১-কে স্বাগত জানিয়ে মোদীর কবিতা

মোদী তাঁর কবিতায় দেশের প্রতি সেনা, চিকিৎসা কর্মী এবং কৃষকদের অবদান স্মরণ করেছেন। অঙ্গীকার করেছেন, নতুন বছরে সমস্ত প্রতিবন্ধকতা মোকাবিলা করে স্বপ্নপূরণের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৯:৩২
Share:

নরেন্দ্র মোদী— ফাইল চিত্র।

২০২১-কে স্বাগত জানিয়ে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সরকারের টুইটার হ্যান্ডলে ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিয়োর সঙ্গে হিন্দি কবিতা ‘অভি তো সূরজ উগা হ্যয়’ (এই তো সূর্য উঠল) পোস্ট করা হয়।

Advertisement

সরকারি টুইটারে কবিতার ইংরেজি শিরোনাম, ‘দ্য সান হ্যাজ জাস্ট রাইজন’। টুইটারে লেখা হয়েছে, ‘নতুন বছরের প্রথম দিনটি শুরু করুন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর লেখা মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণামূলক কবিতা অভি তো সূরজ উগা হ্যয় দিয়ে’।

মোদী তাঁর কবিতায় দেশের প্রতি সেনা, চিকিৎসা কর্মী এবং কৃষকদের অবদান স্মরণ করেছেন। অঙ্গীকার করেছেন, নতুন বছরে সমস্ত প্রতিবন্ধকতার মোকাবিলা করে স্বপ্নপূরণের। বার্তা দিয়েছেন, ‘আপন-পর, ওরা-আমরা’র ভেদাভেদ না করে প্রত্যেক দেশবাসীর শক্তি হয়ে উঠবে তাঁর সরকার।

Advertisement

আরও পড়ুন: রেকর্ড জিএসটি আদায় ডিসেম্বরে, ১ লক্ষ ১৫ হাজার কোটি

শুক্রবার সকালে মোদী টুইটারে দেশবাসীর সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বার্তা দেন। করোনা অতিমারির সঙ্কটের প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, ‘এই উদ্দীপনাই আশা ও ইচ্ছাশক্তির জয়ী করবে’।

আরও পড়ুন: আমেরিকার সেনার উপর হামলায় আফগান জঙ্গিদের মদত চিনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন