PM Modi in China

মোদী-পুতিন-জিনপিং জটলা! চিনে এসসিও সম্মেলনের আগে আড্ডায় মশগুল তিন রাষ্ট্রপ্রধান, কী নিয়ে একান্তে আলোচনা?

এসসিও সম্মেলনে যোগ দিতে আগেই চিনে পৌঁছেছিলেন পুতিন। সোমবার সম্মেলনের মঞ্চে মোদী এবং জিনপিঙের সঙ্গে তাঁর দেখা হয়। মোদীকে দেখেই জড়িয়ে ধরেন রুশ প্রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩
Share:

চিনের তিয়ানজিন শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: এক্স।

চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনের আগে আড্ডায় মজলেন তিন রাষ্ট্রপ্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিন জনই ছিলেন হালকা মেজাজে। মোদী সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

Advertisement

এসসিও সম্মেলনে যোগ দিতে আগেই চিনে পৌঁছেছিলেন পুতিন। সোমবার সম্মেলনের মঞ্চে মোদী এবং জিনপিঙের সঙ্গে তাঁর দেখা হয়। মোদীকে দেখেই জড়িয়ে ধরেন রুশ প্রেসিডেন্ট। তার পর একান্তে আলোচনা করতে করতে তাঁদের মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এর পর জিনপিং আসেন এবং তিন রাষ্ট্রপ্রধান আলাদা করে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষণ কথা বলেন। ছবিতে দেখা গিয়েছে, জিনপিংকে কিছু বলছেন মোদী। আঙুল দেখিয়ে পায়ের দিকে ইঙ্গিত করছেন। জিনপিঙের মুখে হাসি। পাশে দাঁড়িয়ে পুতিনও হাসছেন। তবে তাঁর চোখ অন্য দিকে। মোদী নিজে এই ছবি পোস্ট করেছেন। এ ছাড়া দ্বিতীয় ছবিতে তিন রাষ্ট্রপ্রধানকে পাশাপাশি হাঁটতে হাঁটতে এসসিও সম্মেলনের মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছে। মোদী এই দুই ছবির সঙ্গে লিখেছেন, ‘‘তিয়ানজিনে আলাপচারিতা চলছে। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জিনপিঙের সঙ্গে ভাবভঙ্গির বিনিময়।’’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ছবি: এক্স।

সোমবার সকালে এসসিও সম্মেলনের পরেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। তার পর দেশে ফিরবেন। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে মোদী, পুতিন এবং জিনপিঙের এই ঘনিষ্ঠতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধাক্কা খেয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেই এই শুল্কের বোঝা চাপানো হয়েছে, দাবি ওয়াশিংটনের। তবে চিনের উপর কোনও বাড়তি শুল্ক এখনও আরোপ করা হয়নি। এই পরিস্থিতিতে তিন রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠতায় ত্রিদেশীয় কোনও অক্ষ তৈরির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জিনপিঙের সঙ্গে ইতিমধ্যে বাণিজ্য নিয়ে কথা বলেছেন মোদী। মনে করা হচ্ছে, পুতিনের সঙ্গে আলোচনাতেও বাণিজ্য প্রসঙ্গকে প্রাধান্য দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement