এক কোটি কর্মীকে মোদী বলবেন, মিত্রোঁ!

একই দিনে একসঙ্গে এক কোটি বিজেপি কর্মীর সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। নতুন স্লোগান তোলা হবে, অবকি বার চারশো পার!

Advertisement

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১১
Share:

আগামিকাল বাজেট পেশের পর মোদীর ব্র্যান্ডকেই ফের ঘষেমেজে চকচকে করার চেষ্টায় নামছে বিজেপি।—ছবি পিটিআই।

একই দিনে একসঙ্গে এক কোটি বিজেপি কর্মীর সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। নতুন স্লোগান তোলা হবে, অবকি বার চারশো পার!

Advertisement

মোদী ম্যাজিকে ক্ষয় ধরেছে, এ কথা ইদানীং বিরোধীরা তো বলেনই, বিজেপির ভিতরেও বলাবলি হয়। জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদী নিজেও ঘোষণা করেন, তিনি কোথাও গেলেই হাওয়া বদলে যাবে, এমন মনে করাটা ভুল।

কিন্তু আগামিকাল বাজেট পেশের পর মোদীর ব্র্যান্ডকেই ফের ঘষেমেজে চকচকে করার চেষ্টায় নামছে বিজেপি। বাজেটের কৃতিত্বও মোদী যাতে পুরোপুরি নিতে পারেন, তারও তোড়জোড় চলছে। মোদীকে আরও বৃহদাকারে তুলে ধরার এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই ফেব্রুয়ারির শেষে এক কোটি কর্মীর সঙ্গে সরাসরি আলাপচারিতার পরিকল্পনা করা হচ্ছে। আপাতত স্থির হয়েছে, ২৮ ফেব্রুয়ারি অডিয়ো-ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে এক কোটি বুথ কর্মীর কাছে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

Advertisement

বিজেপির এক নেতা আজ জানান, ‘‘মার্চ মাসের গোড়ায় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার আগেই প্রধানমন্ত্রী এক কোটি বুথ কর্মীর সঙ্গে কথা বলবেন। ভোটের স্লোগান হবে: ‘অব কি বার চারশো পার’! ‘ফির একবার মোদী সরকার’ তো আছেই।’’

বিজেপি সূত্রের খবর, ২৮ তারিখের আগে দলের সব মোর্চাকে নিজেদের সম্মেলন শেষ করতে বলা হয়েছে। কাল বাজেটে কৃষি-সংক্রান্ত ঘোষণার পর গোরক্ষপুরে কৃষক সম্মেলনে যাবেন মোদী। ২৮ ফেব্রুয়ারির দু’দিন আগে বাড়ি বাড়ি গিয়ে পালিত হবে ‘কমল জ্যোতি’ উৎসব। দেশের দশ লক্ষ বুথে ২ লক্ষ শক্তিকেন্দ্র তৈরি হবে। অর্থাৎ, পাঁচটি করে বুথ মিলিয়ে একটি নজরদারি কেন্দ্র। বুথস্তরের কর্মীদের চা‌ঙ্গা করতেই মোদীর এক কোটি বুথকর্মীর সঙ্গে কথা বলার পরিকল্পনা। বিজেপির আর এক নেতার কথায়, ‘‘মোদী যা করেন, মেগা স্তরে। গত লোকসভা ভোটে ভারতের ইতিহাসে প্রথম থ্রি-ডি প্রচার এনেছিলেন তিনি। এ বার একসঙ্গে কোটিকে জুড়ছেন!’’

শুনে কংগ্রেসের আনন্দ শর্মা বলছেন, ‘‘প্রচারের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করবেন নরেন্দ্র মোদী। আমাদের কাছে অত টাকা নেই, কিন্তু সত্য আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন