NHAI

National Highway: রীতিমতো ভোজবাজি! সাড়ে চার দিনেরও কম সময়ে ৭৫ কিমি রাস্তা তৈরি করে নজির

এই দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্ট ভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১৩:০৬
Share:

পাঁচ দিনেরও কম সময়ে তৈরি ৭৫ কিমি রাস্তা।

অবিশ্বাস্য কম সময়ে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তার সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী এই খবর জানিয়েছেন। একলপ্তে এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরির করার নজির আর নেই।
মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার পথ নির্মাণ করা হয়েছে সাড়ে চার দিনেরও কম সময়ে। এই দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্ট ভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন।

Advertisement

বিটুমিন কংক্রিটের তৈরি এই রাস্তাটি দু’টি লেনের একটি পূর্ণাঙ্গ রাস্তার একাংশ। এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্রের সহায্য নেওয়া হয়েছে। এই রাস্তা নির্মাণের বরাত পেয়েছিল রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদম।ওি সংস্থা দু’টির পাশাপাশি এনএইচএআই আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন