Teacher's Video Call with Student

‘অর্ধনগ্ন হয়ে বার বার ভিডিয়ো কল করেন শিক্ষিকা’! মা-বাবার কাছে নালিশ করল ছাত্র, তার পরেই হুলস্থুল মুম্বইয়ের স্কুলে

শুরুতে সমাজমাধ্যমে নানা রকমের অশ্লীল ছবি পাঠাতেন শিক্ষিকা! তার পর শুরু হয় ফোনাফুনি। অর্ধনগ্ন হয়ে নাবালক ছাত্রকে ভিডিয়ো কলও করতেন তিনি। দিনের পর দিন এ সব চলতে থাকায় শেষমেশ মা-বাবাকে গিয়ে নালিশ করে দেয় ওই ছাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:১১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শুরুতে সমাজমাধ্যমে নানা রকমের অশ্লীল ছবি পাঠাতেন শিক্ষিকা! তার পর শুরু হয় ফোনাফুনি। অর্ধনগ্ন হয়ে নাবালক ছাত্রকে ভিডিয়ো কলও করতেন তিনি। দিনের পর দিন এ সব চলতে থাকায় শেষমেশ মা-বাবাকে গিয়ে নালিশ করে দেয় ওই ছাত্র। পড়ুয়ার এই অভিযোগ ঘিরে হুলস্থুল কাণ্ড নভি মুম্বইয়ের একটি স্কুলে।

Advertisement

অভিযুক্ত বছর পঁয়ত্রিশের শিক্ষিকার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রেই খবর, ওই ছাত্রের মা-বাবা থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, শিক্ষিকার আচরণের জন্য ওই পড়ুয়ার মনে খারাপ প্রভাব পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষিকার বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ আগে কখনও উঠেছিল কি না, তা-ও স্কুলের সহকর্মী এবং অন্যান্য পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। তাঁর ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। সত্যিই শিক্ষিকা ওই পড়ুয়াকে অশ্লীল ছবি পাঠাতেন কি না, তা তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ঘেঁটে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement