নেতৃত্বের ভাগ চেয়ে মুখ খুললেন সিধু

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বিজেপির হাতে। গোয়া, মণিপুরেও সরকার গড়ার দাবি জানাচ্ছে নরেন্দ্র মোদীর দল। এই পরিস্থিতিতে কংগ্রেসের মুখরক্ষা করেছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ফলে পঞ্জাবে সরকার গঠনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ০২:৫৭
Share:

সাক্ষাৎ: সরকার গঠনের দাবি জানিয়ে পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিংহের কাছে ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। রবিবার চণ্ডীগড়ে। পিটিআই

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বিজেপির হাতে। গোয়া, মণিপুরেও সরকার গড়ার দাবি জানাচ্ছে নরেন্দ্র মোদীর দল। এই পরিস্থিতিতে কংগ্রেসের মুখরক্ষা করেছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ফলে পঞ্জাবে সরকার গঠনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড।

Advertisement

এ দিন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অকালি নেতা প্রকাশ সিংহ বাদল। রাজ্যপাল ভি পি সিংহ বাদনোরের সঙ্গে দেখা করে সরকার গঠন করার দাবি জানিয়েছেন অমরেন্দ্র। পরে ক্যাপ্টেন জানান, ১৬ মার্চ শপথ নেবেন তিনি।

কিন্তু এই পরিস্থিতিতে ফের মাথাচাড়া দিয়েছেন নভজ্যোৎ সিংহ সিধু। প্রাক্তন ক্রিকেটার বিজেপি থেকে কংগ্রেসে আসার সময়েই তাঁর সঙ্গে অমরেন্দ্রর মন কষাকষি নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। শেষ পর্যন্ত হাইকম্যান্ডের নির্দেশে ভোটের সময়ে বিতর্ক আর বাড়তে দেননি অমরেন্দ্র বা সিধু কেউই। কিন্তু আজ এক প্রশ্নের জবাবে সিধু তাঁর পরিচিত কায়দায় বলেন, ‘‘এক জন ঐকতান সৃষ্টি করতে পারেন না। সে জন্য অনেককে এক সঙ্গে কাজ করতে হয়।’’

Advertisement

আরও পড়ুন: পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ, শপথ বৃহস্পতিবার

উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে অবশ্য সরাসরি প্রশ্ন করা হয়েছিল ক্যাপ্টেনকেও। তিনি জানিয়েছেন, শীঘ্রই রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে বসছেন। এ নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ডই।

বিধানসভা ভোটে প্রচার-যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পঞ্জাবে মাদক সমস্যা। ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে বিতর্কের জেরেও জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে চলে আসে ওই সমস্যা। সরকার গঠনের পরে মাদক সমস্যা নিয়ে দ্রুত পদক্ষেপ করতে চান অমরেন্দ্র। ক্যাপ্টেন জানিয়েছেন মাদক নিয়ে তাঁর সরকার স্পেশ্যাল টাস্ক ফোর্স তৈরি করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন